সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে চতুর্থ দিনের খেলা
সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে চতুর্থ দিনের খেলা

সেন্ট লুসিয়া টেস্ট

শেষ দিনে যেতে বাংলাদেশকে টিকতে হবে ৩৮ ওভার

অবশেষে শুরু হচ্ছে সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনের খেলা। আবহাওয়া ঠিকঠাক থাকলে স্থানীয় সময় বিকাল ৩টায় শুরু হবে খেলা, যেটি বাংলাদেশ সময় রাত ১টা। বেলা ২-১৫ মিনিটে পর্যবেক্ষণের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন আম্পায়াররা।

চতুর্থ দিন খেলা হতে পারবে সর্বোচ্চ ৩৮ ওভার। খেলা পঞ্চম দিনে নিয়ে যেতে তাই এ কয়েকটি ওভার টিকে থাকতে হবে বাংলাদেশকে। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল তারা। ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিং করাতেই তাদের করতে হবে আরও ৪২ রান।

পিচ পর্যবেক্ষণে আম্পায়াররা

নুরুল হাসানের সঙ্গী হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে এমন একটা অবস্থা থেকেই ইনিংস পরাজয় এড়িয়েছিল বাংলাদেশ। তবে সেবার নুরুলের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।

এর আগে বৃষ্টির কারণে ভেজা মাঠে সম্ভব হয়নি চতুর্থ দিনের প্রথম সেশন, দ্বিতীয় সেশনেও হতে পারেনি খেলা। মধ্যাহ্নবিরতি নেওয়া হয় নির্ধারিত সময়ে, এরপর চা-বিরতিও নেওয়া হবে। এরপরই শুরু হবে খেলা।

প্রথম দুই দিন ঠিকঠাক খেলা হলেও গতকাল থেকেই বাগড়া বাধায় বৃষ্টি। প্রথম সেশনে খেলা হতে পারে মাত্র ৪৪ মিনিট, এরপর ফিরে ফিরে এসেছে বৃষ্টি। সব মিলিয়ে তৃতীয় দিন খেলা হয়েছে ৫৬.৩ ওভার। বৃষ্টির পূর্বাভাস আছে আগামীকাল অর্থাৎ শেষ দিনেও।

এ সফরে দুই টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।