অস্ট্রেলিয়া অলরাউন্ডার এলিস পেরি
অস্ট্রেলিয়া অলরাউন্ডার এলিস পেরি

ফটো ফিচার

শরৎ এসে গেছে...

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
স্তেফানো সিতসিপাসকে হারিয়ে ইতালিয়ান ওপেন জিতেছেন নোভাক জোকোভিচ। নিজের দলের সঙ্গে ড্রেসিংরুমে সেটিরই উল্লাস নোভাক জোকোভিচের। ‘খুব মন্দ না। অসাধারণ এক সপ্তাহে সবার সমর্থনের জন্য কৃতজ্ঞ ছাড়া কীই–বা হতে পারি! রোমে সবার ভালোবাসা টের পেয়েছি আমি’, লিখেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান টেনিস তারকা
পরের মৌসুমের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার পোজ সেটিতেই
সেদিন তরমুজ কিনে ফেরার ছবি পোস্ট করেছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান চলে গেছেন তরমুজের খেতেই
একজন তাঁর সাবেক অধিনায়ক, আরেকজন সতীর্থ। কোনো এক অনুষ্ঠানে মাইকেল ভনের সঙ্গে অ্যান্ড্রু ফ্লিনটফেরও দেখা পেয়ে গেলেন ইংল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার মন্টি পানেসার
‘আমি এই খেলাটা ভালোবাসি। শুভ জন্মদিন, ভাই।’ ৪১ পূর্ণ করলেন সাবেক ফ্রেঞ্চ ফুটবলার ও এখনকার কোচ প্যাট্রিস এভরা। তাঁকে শুভেচ্ছা জানিয়ে এ ছবিটি পোস্ট করেছেন পল পগবা
‘হঠাৎ রাস্তায়...’ প্রজ্ঞান ওঝা ও অজিঙ্কা রাহানের অনুভূতি হয়তো ছিল এমনই। চোটের কারণে আইপিএল শেষ হয়ে গেছে রাহানের। মুম্বাইয়ের রাস্তায় এভাবেই তাঁর সঙ্গে দেখা হয়ে গেল সাবেক স্পিনার ওঝার। এ ছবি পোস্ট করে বন্ধু রাহানের দ্রুত সেরে ওঠার প্রার্থনাও করেছেন ওঝা
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন লুইস সুয়ারেজ। ঘরের মাঠে তাঁর শেষ ম্যাচের আগে সতীর্থ রদ্রিগো দি পল বিদায় জানিয়েছেন এভাবে, ‘ঘরের মাঠে শেষ ম্যাচ, তোমার যেমন প্রাপ্য, তেমনই বড় আকারে! অনেক উঁচুতে উঠতে থাকো, স্কোরার!’ সেভিয়ার বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো
যেভাবেই কাটা হোক না কেন, পিৎজার সবচেয়ে বড় মজাটা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াতেই। পিৎজা যে উপভোগ করেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি, সেটি বলাই যায়!
মেয়েদের আইপিএল উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে যাচ্ছেন শারমিন আখতার ও সালমা খাতুন। সালমা খেলেছেন এর আগেও, শারমিনের এ অভিজ্ঞতা হতে যাচ্ছে প্রথমবার। এ ছবি পোস্ট করে দুজনের জন্য দোয়া চেয়েছেন শারমিন। এমন টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও শারমিন ও সালমা খেলবেন একই দলে, ট্রেইলব্লেজারসে
তারকাঠাসা ছবি। কিলিয়ান এমবাপ্পে, থিয়েরি অঁরি, জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে ছবি দিয়ে রোনালদিনিও লিখেছেন, ‘এই তারকাদের দেখে যে কী ভালো লাগছে! এমন একটা দারুণ অনুষ্ঠান ও আতিথেয়তার জন্য ধন্যবাদ!’
শরৎ এসে গেছে... অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরির ছবিটার অর্থ যেন এমনই!