লন্ডনে শচীন টেন্ডুলকার
লন্ডনে শচীন টেন্ডুলকার

ফটোফিচার

লন্ডনের রেস্তোরাঁয় বসে ওয়ার্নকেই মনে পড়ে টেন্ডুলকারের

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
‘ছুটি কাটাতে ভালোবাসার সঙ্গে’, ক্যাপশনে লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো
গত সপ্তাহে একটি ফ্যাশন হাউসের অনুষ্ঠানে গিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেখানে দেখা হয়ে গেছে ক্রিস মরিসের সঙ্গে। ছবিটি পোস্ট করেছেন ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েলা
হাই পারফরম্যান্স দলের ক্যাম্প চলছে সিলেটে। এরই ফাঁকে জাফলং ঘুরে এসেছেন আকবর আলী, পারভেজ হোসেনরা…
সিরিজজুড়ে ‘দুঃস্বপ্ন’ উপহার দিয়েছেন, কিন্তু বিমানে উঠে দেখলেন পাশের সিটেই বসে আছেন তিনি। রশিদ খানকে নিয়ে সিকান্দার রাজা লিখেছেন এমনই
মায়ামি, লাস ভেগাস—ঘুরতে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র
নেদারল্যান্ডসে ঘুরতে গেছেন সুরেশ রায়না। আর ওয়ানডে সিরিজ খেলতে গেছেন মঈন আলী ও আদিল রশিদ। ‘মঈন ভাই’ ও ‘আদিল’-এর সঙ্গে সেখানেই দেখা হয়ে গেছে রায়নার। সিরিজের জন্য দুজনকে শুভকামনাও জানিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার
‘লোডিং’... কী লোড হচ্ছে, বিরাট কোহলি সেটি নিশ্চিত করেননি
স্টুয়ার্ট ব্রডের এ ছবিটা পোস্ট করেছেন পল কলিংউড। ট্রেন্ট ব্রিজে অবিশ্বাস্য জয়ের পর এমন উদ্‌যাপনই তো মানায় ব্রডদের!
লন্ডনের লিটল ভেনিস নামের এ জায়গায় খেতে গিয়েছিলেন শচীন টেন্ডুলকারের। সেখানেই বন্ধু শেন ওয়ার্নের কথা মনে পড়ছিল তাঁর। ইংল্যান্ডে গেলে এ রেস্তোরাঁর কাছাকাছিই যে থাকতেন ওয়ার্ন!