তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
কোস্টারিকা কাতার বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার পর আমুদে মেজাজে আছেন কেইলর নাভাস। পিএসজির এই তারকা গোলকিপার ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘সবাই মিলে লক্ষ্যটা অর্জন করলাম। কোস্টারিকা ২০২২ বিশ্বকাপে খেলবে। বছরের শেষে সবার সমর্থন চাই।’
ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের আজ জন্মদিন। ছেলের জন্মদিনে এ ছবিটি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার সন্তান। সময় কীভাবে কেটে যায়! এখনো কি মনে হয় আমরা একসঙ্গে খেলতে পারব...বাবা তোমাকে খুব ভালোবাসে।’
বিজ্ঞাপন
মৌসুম শেষ। মিয়ামিতে অ্বসর কাটাচ্ছেন পাওলো দিবালা ও পল পগবা। এই ছবিটি দিবালা আজ পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে
বিজ্ঞাপন
ব্যাটিংয়ের পাশাপাশি বই পড়তেও পছন্দ করেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। বই খোঁজাখুঁজির এ ছবিটি আজ পোস্ট করেনবাস্কেটবল তারকা স্টিফেন কারির ভক্ত আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। তাঁর জার্সি হাতে ছবিটি তুলললেন ‘কুন’বার্সেলোনা ছাড়তে হচ্ছে দানি আলভেজকে। কিন্তু নৌবিহারে তাঁর স্বস্ত্রীক ছবি দেখে কে বলবে ব্রাজিলিয়ানের মন খারাপ! ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চাঙা হয়ে নিচ্ছি।’বার্সেলোনায় কিছুদিন আগে শিশুদের ক্যানসার সেন্টার উদ্ধোধন করেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন তাঁর জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জো। উদ্ধোধনের দিনের এই ছবিটি পোস্ট করেন পিএসজি তারকাবার্সেলোনায় যেতে পারবেন রবার্ট লেভানডফস্কি? তা সময়ই বলে দেবে। তবে এ নিয়ে সম্ভবত আর ভাবছেন না পোলিশ স্ট্রাইকার। ফুরফুরে মেজাজে সন্তানদের নিয়ে পুলে মজা করার এই ছবিটি পোস্ট করেন লেভা। ছবি দেখে কে বুঝবে, বায়ার্নের সঙ্গে তাঁর সম্পর্কটা ভালো যাচ্ছে নাকিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিনের সাজ–পোশাকে ক্রিস গেইল। ছবিটি আজ ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যারিবিয়ান তারকা লিখেছেন, ‘লোকজন হয়তো ভাবে, সে এটা কীভাবে করে...।’