রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার আজ নাগরিক টিভিতে

বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি হাতে আব্দুল্লাহ হেল বাকি। ছবি: প্রথম আলো
বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি হাতে আব্দুল্লাহ হেল বাকি। ছবি: প্রথম আলো
>

রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান আজ প্রচারিত হবে নাগরিক টিভিতে

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে গত মঙ্গলবার হয়ে গেল রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার। প্রতিবছরের মতো এবারও এ অনুষ্ঠান ছিল এক অর্থে ক্রীড়াঙ্গনের মিলনমেলা। বলা যায়, দেশের গোটা ক্রীড়াঙ্গনই জমায়েত হয়েছিল এক ছাদের নিচে। জমকালো এ অনুষ্ঠান আজ শনিবার রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে নাগরিক টিভিতে।

২০০৪ সাল থেকে শুরু হয় রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের দিনটির অপেক্ষায় থাকেন খেলোয়াড়, কর্মকর্তাসহ ক্রীড়াসংশ্লিষ্ট সবাই। পুরস্কার পাওয়া খেলোয়াড়েরা অনুপ্রাণিত হন ভবিষ্যতে আরও ভালো করার জন্য। কোচ-সংগঠকেরা এসে সগর্বে তাকিয়ে দেখেন তাঁদের হাতে গড়া কোনো খেলোয়াড় পুরস্কার নিয়ে যাচ্ছেন অনুষ্ঠান থেকে। এ ছাড়া দেশের কিংবদন্তি সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননাও। এবার যেমন আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু।

তহুরার হয়ে বর্ষসেরার পুরস্কার বুঝে নেন তহুরার বাবা ফিরোজ মিয়া। ছবি: প্রথম আলো

এবার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন শুটার আবদুল্লাহ হেল বাকি। গত বছর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছিলেন বাকি। এ বিভাগে দুজনের হাতে তুলে দেওয়া হয়েছে রানার্সআপ ট্রফি। সেই দুজন হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মেয়েদের জাতীয় দলের অলরাউন্ডার রুমানা আহমেদ।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন ফুটবলার তহুরা খাতুন। গত বছর হংকংয়ে অনূর্ধ্ব-১৫ জকি কাপে দুটি হ্যাটট্রিকসহ ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তহুরা। এরপর থিম্পুতে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুটি দুর্দান্ত গোলও এসেছে এই ফরোয়ার্ডের পা থেকে। ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারলেও যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তহুরা। আর পাঠকের ভোটে সেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।