২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দল ঘোষণা করেছে আইসিসি, বাংলাদেশ থেকে আছেন শুধু রিপন মণ্ডল
২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দল ঘোষণা করেছে আইসিসি, বাংলাদেশ থেকে আছেন শুধু রিপন মণ্ডল

যুব বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশের একজন

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আইসিসির টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেয়েছিলেন অধিনায়কসহ তিনজন। এবার কোয়ার্টার ফাইনালে হেরে সুপার লিগ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আইসিসির টুর্নামেন্টসেরা দলেও ছাপ আছে সেটির। ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন শুধু ডানহাতি পেসার রিপন মণ্ডল। সব মিলিয়ে ফাইনাল খেলা ভারত ও ইংল্যান্ড থেকে আছেন পাঁচজন ক্রিকেটার। অধিনায়ক হিসেবে আছেন বিশ্বকাপজয়ী ভারতের যশ ধুল।

সুপার লিগের কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া ভারতের কাছে হেরেছে এবার বাংলাদেশ। এরপর পাকিস্তানের কাছে পঞ্চম স্থান নির্ধারণী সেমিফাইনালে হারের পর সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে রাকিবুলের দল। শেষ পর্যন্ত অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

শেষ পর্যন্ত অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে গতবারের চ্যাম্পিয়নরা

শেষ দুই ম্যাচে টানা দুই শতক পেয়েছেন আরিফুল ইসলাম, তবে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিংই। রিপন অবশ্য টুর্নামেন্টজুড়েই ছিলেন ধারাবাহিক। চতুর্থ সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন তিনি, ১৫ গড়ে। ওভারপ্রতি ৪.২২ করে রান দিয়েছেন, কানাডা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৪ রানে ৪ উইকেট, তাঁর সেরা বোলিং বিশ্লেষণ।

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দলহাসিবুল্লাহ খান (পাকিস্তান) (উইকেটকিপার)টিগ ওয়েইলি (অস্ট্রেলিয়া)ডেভাল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)যশ ধুল (ভারত) (অধিনায়ক)টম প্রেস্ট (ইংল্যান্ড)দুনিথ ওয়েলালাগে (শ্রীলঙ্কা)রাজ বাওয়া (ভারত)ভিকি অস্তওয়াল (ভারত)রিপন মণ্ডল (বাংলাদেশ)আওয়াইস আলী (পাকিস্তান)জশ বয়ডেন (ইংল্যান্ড)নুর আহমেদ (আফগানিস্তান) (দ্বাদশ ব্যক্তি)

টুর্নামেন্টের সেরা দলে রিপন ছাড়াও পেসার হিসেবে আছেন পাকিস্তানের আওয়াইস আলী (১৫ উইকেট), ইংল্যান্ডের জশ বয়ডেন (১৫ উইকেট)। স্পিনার হিসেবে অনুমিতভাবেই আছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে, টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭টি উইকেট তাঁর। পাশাপাশি টুর্নামেন্টে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২৬৪ রানও করেছেন ওয়েলালাগে। স্পিনার হিসেবে আছেন ১২ উইকেট নেওয়া ভারতের বাঁহাতি স্পিনার ভিকি অস্তওয়াল। ফাইনালের ম্যাচসেরা রাজ বাওয়া আছেন অলরাউন্ডার হিসেবে, টুর্নামেন্টে ২৫২ রান করার সঙ্গে ৯ উইকেট নিয়েছেন তিনি।

ডেভাল্ড ব্রেভিস সেরা দলে আছেন অনুমতিভাবেই

ব্যাটিংয়ে শুরুতে আছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান হাসিবুল্লাহ খান, ৭৬ গড়ে ২টি শতকে ৩৮০ রান করেছেন তিনি। সেখানে তাঁর সঙ্গী অস্ট্রেলিয়ার টিগ ওয়েইলি (২৭৮ রান)। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক আসরে রেকর্ড ৫০৬ রান করা দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিসের জায়গা নিয়ে অবশ্য কোনো সংশয় থাকার কথা নয়। ব্যাটিংয়ে দুর্দান্ত এক আসর কাটানো এ ডানহাতি বোলিংয়েও নিয়েছেন ৭ উইকেট। সেরা দলে আছেন ফাইনালের দুই দল ভারত ও ইংল্যান্ডের দুই অধিনায়কই—ধুল করেছেন ২২৯ রান, ২৯২ রান করার সঙ্গে ৫ উইকেট নিয়েছেন টম প্রেস্ট।

দ্বাদশ ব্যক্তি হিসেবে এ দলে রাখা হয়েছে আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার নূর আহমেদকে।