সেন্ট লুসিয়ায় টসে জিতেছেন ক্রেগ ব্রাফেট
সেন্ট লুসিয়ায় টসে জিতেছেন ক্রেগ ব্রাফেট

মোস্তাফিজ-মুমিনুল নেই, ফিরলেন শরীফুল-এনামুল

সেন্ট লুসিয়া টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট। অ্যান্টিগার মতো এখানেও তাই টসে হেরে ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ নামছে দুইটি পরিবর্তন নিয়ে। মুমিনুল হক ও মোস্তাফিজুর রহমান খেলছেন না। তাঁদের জায়গায় দলে এসেছেন শরীফুল ইসলাম ও এনামুল হক।

এনামুলের ফেরাটা এক রকম নিশ্চিতই ছিল। শুরুতে টেস্ট দলে না থাকা শরীফুলকেও উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আগেভাগেই। ২০১৪ সালে এ মাঠেই এর আগে সর্বশেষ টেস্টটি খেলেছিলেন এনামুল। প্রায় আট বছর পর তাই আবার টেস্ট খেলতে নামছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান। শরীফুল সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছিলেন, তবে এরপর বাইরে ছিলেন চোটের কারণে।

সেন্ট লুসিয়া টেস্টে খেলছেন এনামুল

এ টেস্টে বাংলাদেশের একটা রেকর্ডও গড়ে ফেললেন এনামুল। বাংলাদেশের হয়ে দুই টেস্টের মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতির রেকর্ডটা হয়ে গেল তাঁর, এর আগে যেটি ছিল নাজমুল হোসেনের। ২০০৪ সালে অভিষেকের পর এ পেসার নিজের দ্বিতীয় টেস্টটি খেলেছিলেন ২০১১ সালে।

অন্যদিকে মুমিনুলের না থাকাটা অবশ্য খুব একটা বিস্ময়ের নয়। সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিল না সদ্য সাবেক হয়ে যাওয়া অধিনায়কের। অ্যান্টিগা টেস্টের পরই অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, মুমিনুল বিরতি চাইলে সেটি ‘হতে পারে’।

মুমিনুল হকের সময়টা ভালো যাচ্ছিল না মোটেও

ওয়েস্ট ইন্ডিজ নেমেছে একটি পরিবর্তন নিয়ে। গুড়াকেশ মোতির জায়গায় দলে এসেছেন অ্যান্ডারসন ফিলিপ, যাঁর অভিষেক হচ্ছে আজ।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজ দল

ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), অ্যান্ডারসন ফিলিপ, জার্মেইন ব্ল্যাকউড, রেমন রিফার, এনক্রুমা বোনার, কেমার রোচ, জন ক্যাম্পবেল, জেইডেন সিলস, আলজারি জোসেফ