ফটোফিচার

পরিবেশবান্ধব টি–শার্ট পরে মেসির বিজ্ঞাপন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার-

নিজের পোশাকের সংগ্রহ নিয়ে বেজায় খুশি জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা
পরিবেশবান্ধব টি-শাট পরে লিওনের মেসি। এটি যে তাঁরই ব্র্যান্ড দ্য মেসি স্টোরের পোশাক
ডেভিড ওয়ার্নারের তিন কন্যা। ছবিটি দিয়ে লিখেছেন-দেখা হতে আর বেশি দেরি নেই!
রজার ফেদেরার ঘুরছেন নিজের দেশ সুইজারল্যান্ডে
শুরু হয়ে গেছে লেভানডফস্কির নতুন মৌসুমের অনুশীলন
সমুদ্রের পাড়ে পল পগবা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা ট্রফি জয়ের আনন্দ ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতেই ছবিটি দিয়েছেন কেভিন ডি ব্রুইনা