>
- কুর্মিটোলা গলফ কোর্সে চলছে বাংলাদেশ ওপেন এশিয়ান ট্যুর
- সেখানে আজ উপস্থিত ছিলেন ক্রিকেটার মিরাজ ও চিত্রনায়ক রিয়াজ
বাংলাদেশ ওপেন এশিয়ান ট্যুর উপলক্ষে কুর্মিটোলা গলফ কোর্সে আজ জড়ো হয়েছিলেন তিন অঙ্গনের তিন তারকা। সিদ্দিকুর রহমান তো গলফ কোর্সে থাকবেনই। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও চিত্রনায়ক রিয়াজ। ব্যস, গলফার, ক্রিকেটার ও নায়ক মিলে গেলেন এক বিন্দুতে, জমে উঠল আড্ডা। আড্ডার বিষয়বস্তু অবশ্যই গলফ।
গলফ খেলাটা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে ক্রিকেট ও চিত্রজগতের দুই তারকাকে আজ গলফ কোর্সে জড়ো করেছিল ফেডারেশনের মিডিয়া পার্টনার দ্য গলফ হাউস। শুধু আসার জন্যই আসেননি মিরাজ ও রিয়াজ, নেমে পড়েছিলেন ক্লাব (গলফ স্টিক) হাতেও। মিরাজকে হাতে ধরে শেখানোর চেষ্টা করলেন সিদ্দিকুর। প্রথম দিন কোর্সে নেমে খেলাটা যে দারুণ উপভোগ করেছেন মিরাজ, তা তাঁর হাস্যোজ্জ্বল চেহারা দেখলেই বোঝা যায়। আর দেশসেরা গলফার সিদ্দিকুর পাশে থাকাটা যে বাড়তি আনন্দ, পরে সাংবাদিকদের সেটি জানিয়েছেন মিরাজ, ‘শুরুতে গলফটা ভালোভাবে বুঝতাম না। কিন্তু একবার ইংল্যান্ডে খেলতে গিয়ে আমরা গলফ কোর্সের পাশে অনেক দিন ছিলাম। সেখানে গলফ খেলা দেখে ভীষণ ভালো লেগেছিল। এরপর দেশে ফিরে সিদ্দিকুর ভাইয়ের কথা শুনলাম। উনি এশিয়ায় ভালো খেলছেন। আজ তাঁকে সামনে পেয়ে ভীষণ ভালো লাগল।’
ক্রিকেট ও গলফের সবচেয়ে বড় মিল ছোট্ট গোলকবস্তুটা কখনো ধীরে, কখনো বা সজোরে মারা। ক্রিকেটের সঙ্গে তাই গলফের মিলও খুঁজে পেলেন মিরাজ, ‘আজই প্রথম গলফ খেললাম। দুই খেলায় শটের ক্ষেত্রে অনেক মিল আছে। যখন প্রথম শট মারছিলাম এদিক-ওদিক যাচ্ছিল, এরপর আমার মাথায় কাজ করছিল ক্রিকেট। ক্রিকেটের মতোই গ্রিপ, ব্যালেন্স—সবই গুরুত্বপূর্ণ এখানে।’
সিদ্দিকুরের মতো রিয়াজেরও ভক্ত মিরাজ। সিনেমায় দেখা রিয়াজকে কাছে পেয়ে মিরাজের উচ্ছ্বাস, ‘ছোটবেলায় রিয়াজ ভাইকে টিভিতে, সিনেমায় অনেক দেখেছি। আজ পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে।’