ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

মায়োরগার আইনজীবীর কাছে ৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে বারবার ধর্ষণের মামলা করেছিলেন ক্যাথরিন মায়োরগা। গত অক্টোবরে আদালত মামলাটি বাতিল করে দেন। মায়োরগা ও তাঁর আইনজীবী লেসলি স্টোভাল তাতে দমে যাননি। লাস ভেগাসের আরেকটি আদালতে একই অভিযোগে মামলা করেন তাঁরা। এ মাসের শুরুতে সে মামলাও খারিজ করেন আদালত। এবার জানা গেল নতুন খবর, রোনালদো মায়োরগার আইনজীবীর কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। রোনালদোর পক্ষে ক্ষতিপূরণ চেয়ে আদালতে আরজি জানিয়েছেন তাঁর আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, মায়োরগার আইনজীবী লেসলি মার্ক স্টোভালের কাছে ৬ লাখ ২৬ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৮৯ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাস্ট্রের ডিস্ট্রিক্ট বিচারকের কাছে আরজি জানান রোনালদোর আইনজীবী।

স্টোভালকে ফোনে ও মেইলে যোগাযোগ করে এ বিষয়ে তাঁর কাছ থেকে মন্তব্য পায়নি এপি। তাঁর সহযোগী আইনজীবী লারিসা দ্রোহবাইকজেরের সঙ্গে খুদে বার্তায় যোগাযোগ করেও সাড়া মেলেনি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কড়া ভাষায় আদালতে ক্ষতিপূরণের আরজি করেছেন রোনালদোর আইনজীবী। আগামী ৮ জুলাইয়ের মধ্যে আদালতে এর উত্তর দিতে হবে মায়োরগার আইনজীবীকে।

যুক্তরাস্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক জেনিফার ডোরসি ১০ জুন রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ করে দেন। মায়োগার আইনজীবী স্টোভালকে তখন ‘ছলচাতুরী’র জন্য ভৎসর্নাও করেছিলেন এ বিচারক। মামলায় জিততে ফাঁস হওয়া গোপন নথিপত্রের অনৈতিক ব্যবহার করেছেন স্টোভাল—এই বলে ভৎর্সনা করেন বিচারক ডোরসি, ‘মামলা করার আগেই নৈতিকতার সীমা লঙ্ঘন করেন’ স্টোভাল।

২০১৮ সালে মায়োরগা রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন

৪২ পৃষ্ঠার সে রায়ে মামলাটি খারিজ করার পাশাপাশি এই অভিযোগে আর যেন মামলা না হয়—সে নির্দেশও দেন ডোরসি। স্টোভালের আচরণে রোনালদো ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও রায়ে বলেন তিনি। এরপর গত শুক্রবার সেই মামলা লড়তে রোনালদোর যত খরচ হয়েছে, তার ক্ষতিপূরণ দাবি করে আদালতে আরজি জানান ক্রিস্টিয়ানসেন। ক্ষতিপূরণের এই দাবিতে বলা হয়, ‘রোনালদোর ক্ষতিপূরণের জন্য স্টোভালকে জনসন্মুখে দায়ী করা উচিত।’ প্রতি ঘণ্টায় ৩৫০ থেকে ৮৫০ ডলার পর্যন্ত আইনজীবী ফি ধরে ক্ষতিপূরণ চেয়েছেন ক্রিস্টিয়ানসেন। লাস ভেগাসে মায়োরগা এবং তাঁর আইনজীবীর করা সে মামলায় প্রায় ১ হাজার ২০০ ঘণ্টা কাজের হিসাব ধরে ক্ষতিপূরণের অঙ্কটা বসিয়েছেন পর্তুগিজ তারকার এই আইনজীবী।

২০১৮ সালে প্রথম রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্রের মায়োরগা। ২০১৭ সালে জার্মান সাময়িকী ডার স্পিগেলের প্রতিবেদনের পর রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আলোচনায় আসে। সে সময় ফুটবল দুনিয়ার গোপন নথিপত্র ফাঁস করে আলোচনায় আসা ফুটবল লিকসের কাছ থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতে ডার স্পিগেল রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানায়। মায়োরগার আইনজীবী ফুটবল লিকসের ফাঁস করা নথিপত্র ব্যবহার করেছেন মামলায়। যেহেতু ফুটবল লিকসের সব তথ্য চুরি করা ও গোপন তথ্য, সে ক্ষেত্রে আইনের চোখে এগুলো পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ নয়।

ডার স্পিগেল জানিয়েছিল, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসের এক হোটেলে ক্যাথরিন মায়োরগা নামের এক মডেলকে ধর্ষণ করেছিলেন রোনালদো। সে সময় মাত্রই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোর রিয়াল মাদ্রিদে যাওয়া নিশ্চিত হয়েছিল। ডার স্পিগেল আরও জানায়, সে সময় ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে মায়োরগাকে চুপিসারে ৩ লাখ ৭৫ হাজার ডলার দিয়েছিলেন রোনালদো। উদ্দেশ্য, যাতে মায়োরগা লাস ভেগাসের পুলিশের কাছে এ নিয়ে মামলা না করেন। ঘটনার সময় রোনালদোর বয়স ২৪ ও মায়োরগার বয়স ২৫ ছিল বলেও জানায় সংবাদমাধ্যমটি। রোনালদোর আইনজীবীরা তখন ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিলেন, দুই পক্ষের সম্মতিতেই সবকিছু হয়েছে।