বিয়ের পর কারভাহাল
বিয়ের পর কারভাহাল

ফটো ফিচার

বিয়েটা সেরেই ফেললেন কারভাহাল

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
সাধারণত ক্রিস্টিয়ানো রোনালদো যে ক্লাবে যান, সেটির জুনিয়র ক্লাবে জায়গা হয় তাঁর ছেলের। ফলে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ছেলের সঙ্গে অনুশীলনের এ ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো
জায়গাটা একই, ছবির মানুষদের পোজও প্রায় একই। মাঝে শুধু পরিবর্তন এসেছে সময়ে, স্পষ্ট সেটিও। সন্তানদের সঙ্গে এ ছবি পোস্ট করে শুধু ভালোবাসার ইমোজি দিয়েছেন আন্দ্রেয়া পিরলো
কী ক্যাপশন দেবেন, খুঁজে পাচ্ছেন না আলফনসো ডেভিস। বায়ার্ন মিউনিখ তারকাকে সহায়তা করতে পারবেন আপনি?
সামনে সিলভারস্টোনে ব্রিটিশ গ্রাঁ প্রি, লুইস হ্যামিল্টনের জন্য যেটি ‘ঘরের ট্র্যাক’। বেশ কিছু দিন ধরেই এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ানো হ্যামিল্টন তাই ঘরে ফেরার সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়েছেন নিজের কুকুরের সঙ্গে সময় কাটানোরও। আপাতত কুকুরকে স্কেটিং শেখাতে ব্যস্ত সাত বারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন রেসার
লস অ্যাঞ্জেলেসের কাউন্টি মিউজিয়াম অব আর্টে ঘুরতে গিয়ে এমন পোজ মারিয়া শারাপোভার। ‘রবিবার মানেই মজার দিন’ তাঁর কাছে। সেটি অবশ্য অনেকের কাছেই!
'চুমু ছাড়া কোনো গ্রীষ্ম নেই', লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রকুজ্জোর ক্যাপশনের অর্থ এমন। স্পেনের বেসো বিচে মেসিদের সঙ্গী লুইস সুয়ারেজ, সেস ফ্যাব্রিগাসরাও
গিনিতে গেছেন পল পগবা। সেখানেই দেখা এনবিএ তারকা মায়ামি হিটের জিমি বাটলারের সঙ্গে
বন্ধু, সমুদ্র সৈকত, রোদ—আর কী লাগে! আনহেল দি মারিয়া বোঝাতে চেয়েছেন অমনই!
ডাব হাতে পেয়ে এমন খুশি কজনকে হতে দেখেছেন? ক্রিস গেইল যে ডাব ভালোবাসেন, এ ছবিতেই স্পষ্ট সেটি
শুধু দানি কারভাহালের দিকে তাকালে মনে হবে, হয়তো আরেকটা ম্যাচ জয়ের উল্লাস করছেন। তবে পোশাক আর আবহটাই বলে দেয়, কারভাহালের উল্লাসটা মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করেই। বিয়েটা সেরে ফেলেছেন যে তিনি! গত ২৪ জুন দীর্ঘদিনের সঙ্গিনী ড্যাফনি কানিজারেসের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে তাঁর। বিয়ের ছবি দিয়ে রিয়াল মাদ্রিদ তারকা লিখেছেন, ‘ইয়েস আই ডু। টুডে অ্যান্ড অলওয়েজ!’