বাংলাদেশি সমর্থকদের বিশেষ স্বীকৃতি চেলসির
বাংলাদেশি সমর্থকদের বিশেষ স্বীকৃতি চেলসির

বাংলাদেশি সমর্থকদের বিশেষ স্বীকৃতি চেলসির

দেশের ফুটবল নিয়ে দিন দিন এ প্রজন্মের আগ্রহ যতটা কমছে, ততটাই বাড়ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ে আগ্রহ। ইউরোপের বড় ক্লাবগুলোর এখন তুমুল জনপ্রিয়তা বাংলাদেশে। গড়ে উঠেছে বড় বড় ক্লাবগুলোর সমর্থকগোষ্ঠীও। চেলসির বাংলাদেশি সাপোর্টার্স ক্লাবও সেভাবেই গড়ে উঠেছিল। ২০১২ সালে এই সমর্থক দলকে স্বীকৃতিও দেয় চেলসি ক্লাব। ‘চেলসি বাংলাদেশ সাপোর্টার্স ক্লাব—নামে এই সমর্থক দলে ক্লাবে নিবন্ধিত সদস্য আছেন, আছেন মৌসুম টিকিটধারী অনেকেও। এই সমর্থক দল এবার পেয়েছে নতুন একটা স্বীকৃতি। ১০০০ হাজার নিবন্ধিত সদস্যের মাইলফলক পেরোনোর পর ‘চেলসি বাংলাদেশ সাপোর্টার্স ক্লাব’—কে ‘গোল্ড টায়ারে’র সনদ দিয়েছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

বিশ্বজুড়ে চেলসির পাঁচ শ-রও বেশি সমর্থক দলের মধ্যে মাত্র ১৪টি সমর্থক দল এই গোল্ড টায়ার মর্যাদা অর্জন করতে পেরেছে! চেলসির ক্লাবের ওয়েবসাইটেও বিশেষ সমর্থকদের এই তালিকায় ‘চেলসি বাংলাদেশ সাপোর্টার্স ক্লাব’–এর নাম রয়েছে। ইউরোপের অন্য অনেক ক্লাবের অভিজাত সমর্থক গোষ্ঠীর মতো চেলসি বাংলাদেশ সাপোর্টার্স ক্লাবও এখন ক্লাবের কিংবদন্তিদের নিয়ে বিভিন্ন আয়োজন করতে পারবে বাংলাদেশে। হয়তো দিদিয়ের দ্রগবা না জন টেরিদেরও তখন দেখা যাবে বাংলাদেশে অতিথি হিসেবে।

চেলসির ছাড়াও বাংলাদেশে স্বীকৃত সমর্থকগোষ্ঠী আছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো ইউরোপের বড় ক্লাবগুলোর। এর আগেও সমর্থক দল বা পৃষ্ঠপোষকদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন ইউরোপের অনেক ক্লাবের কিংবদন্তি।