অনুশীলনে বল বদলানোর অভিযোগ করেছেন মেসি
অনুশীলনে বল বদলানোর অভিযোগ করেছেন মেসি

‘লা ফিনালিসিমা’

বল বদলানো নিয়ে অভিযোগ মেসির

কোপা আমেরিকা জয়ের পর ‘লা ফিনালিসিমা’—আর্জেন্টিনার হয়ে টানা দুটি শিরোপা জিতলেন লিওনেল মেসি।

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার পর ইতালির বিপক্ষে দক্ষিণ আমেরিকা ও ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়েও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ওয়েম্বলিতে কাল রাতে ইতালিকে ৩-০ গোলে হারিয়েও অবশ্য একটি অভিযোগ করেছেন মেসি। এমনিতে তিনি স্বল্পভাষী মানুষ। অভিযোগ-টভিযোগ খুব একটা করেন না। কিন্তু জয়ের পর তাঁকে যখন প্রশ্ন করা হয়, খুব ভালো জায়গা থেকেও তিনটি ফ্রি-কিক নিয়েও কেন গোল করতে পারলেন না, তখনই অভিযোগটা করে বসেন মেসি।

অনুশীলনে এভাবেই ফ্রি কিক থেকে গোলের চেষ্টা করেছেন মেসি

নিজের গোল না পাওয়া প্রসঙ্গে আগের দিন অনুশীলনে বল বদলে দেওয়ার অভিযোগ করেন আর্জেন্টাইন তারকা , ‘আমরা গতকাল যখন ওয়েম্বলিতে অনুশীলন করছিলাম, তারা আমার বল বদলে দিয়েছে। প্রতিদিনই আরেকটি বল দিয়ে অনুশীলন করতে হয়েছে। বলটি একটু ভারী এবং আলাদা ছিল। কাল থেকেই এ নিয়ে বিরক্ত আমি। অন্য বলটা সে তুলনায় ভালো ছিল। তবে এটা কোনো অজুহাত নয়।’

দুটি গোলে সহায়তা করেছেন মেসি। লওতারো মার্তিনেজের করা প্রথম গোলটি আসে তাঁরই অসাধারণ এক পাস থেকে। এরপর আনহেল দি মারিয়া দলের দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজের বাড়ানো দুর্দান্ত এক থ্রু বল থেকে।

যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি বদলি হিসেবে নামা পাওলো দিবালার। এ গোলটি এসেছে মেসির পাস থেকেই।