ফটো ফিচার

ফুটবল উৎসবে যোগ দিতে আবার মাঠে জিদান

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার
একটু পরই শুরু হবে প্রিয় শিল্পী ডারমট কেনেডির গান। এ কারণেই এত খুশি এলিস পেরি (ডানে)
প্যারিস সব সময়ই রোনালদিনিওর কাছে ভালোবাসার আরেক নাম
স্ত্রী আনাকে বড় ভালোবাসেন রবার্ট লেভানডফস্কি
চ্যাম্পিয়নস লিগের আরেকটি ফাইনালের আগে লুই ফিগো মনে করিয়ে দিলেন, রিয়ালের হয়ে এই ট্রফি জয়ের অভিজ্ঞতা আগেই হয়েছে তাঁর
বন্ধুদের নিয়ে রোলারকোস্টারে ওঠার আগে নেইমার
অ্যাডিডাসের কেডস, পোশাকটা গুচির। এ কারণেই পল পগবা বলেছেন—দুই পৃথিবীর মিলন
রাতের বুকে উঠল ফুটে ভালোবাসার স্বর্ণকমল! স্ত্রীর সঙ্গে তুরস্কে ইভান রাকিতিচ
গলফ কোর্সে শচীন টেন্ডুলকার
যিনি চলে গেছেন তাঁর জন্য কষ্ট আছে, কিন্তু তিনি যেন ওপারে এভাবেই খুশি থাকতে পারেন—অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণ অনুষ্ঠানে এভাবেই তাঁকে স্মরণ করেছেন গ্লেন ম্যাকগ্রা, ব্রায়ান লারা ও ব্রেট লি
তিনি যে পিএসজির সমর্থক, এই ছবিতেই তা বুঝিয়ে দিলেন বাংলাদেশ নারী দলের ফুটবলার সানজিদা আকতার
একসঙ্গে ফুটবল উপভোগ করতে আবার মাঠে—চ্যাম্পিয়নস লিগ দেখতে প্যারিস গিয়ে এ ছবি দিয়ে এটাই লিখেছেন জিনেদিন জিদান