বিচিত্রিতা

ফুটবলজ্ঞান

সাবেক জার্মান ফুটবলার স্টেফান এফেনবার্গের আত্মজীবনীর একটি অধ্যায় ‘লোথার ম্যাথাউসের ফুটবলজ্ঞান’। কিন্তু অধ্যায়ের পুরো পাতাটাই ফাঁকা। জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফুটবলের কিছুই জানেন না এমনটাই বুঝিয়েছেন এফেনবার্গ।