লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে জার্সি বদল করে বিপাকে নেইমার
লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে জার্সি বদল করে বিপাকে নেইমার

ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার

ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে দল। আনন্দের আতিশয্যে নিয়মনীতি ভুলে যাওয়াই স্বাভাবিক। আর এই ভুলটাই করে বসেছেন পিএসজির ব্রাজিল তারকা নেইমার।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে দল। গোল করেছেন ব্রাজিলের মার্কিনহোস, আর্জেন্টিনার অ্যানহেল ডি মারিয়া ও স্পেনের হুয়ান বের্নাত। ফাইনাল তো দূর, ক্লাবে নতুন মালিকানা আসার পর কোয়ার্টার ফাইনাল পেরোতেই ঘাম ছুটে যেত তাঁদের। সেই পিএসজি-ই চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে এখন। ম্যাচ শেষে নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধন হারা হওয়াই স্বাভাবিক। আর আনন্দ-উদ্‌যাপন করতে গিয়েই বিপত্তি হয়ে গেছে এক জায়গায়। করোনাভাইরাস প্রোটোকল ভেঙে বসেছেন নেইমার।

এই নিয়ম যদি মানা হয়, তাহলে ফাইনাল ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নামা লাগবে পিএসজির। ফাইনালে বায়ার্ন মিউনিখ বা অলিম্পিক লিওঁর বিপক্ষে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।

ফাইনালের আগে উটকো একটা ঝামেলাতেই পড়তে যাচ্ছেন নেইমার!