ফটো ফিচার

প্রখর রোদে লিটনের হাসি, নির্ভার মুমিনুল এবং এসজি বলে হাসান-রানাদের অনুশীলন

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে ফেরা বাংলাদেশ দলের পরবর্তী চ্যালেঞ্জ ভারতে। সফর সামনে রেখে আজ মিরপুরে প্রখর রোদে অনুশীলন করেছেন লিটন দাস, শরীফুল ইসলাম, নাহিদ রানা। অনুশীলনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক—
ভারতে খেলতে হবে এসজি বল দিয়ে। সেটি মাথায় রেখে এসজি বলেই অনুশীলন করেছে বাংলাদেশ দল
বোলিং অনুশীলনে তাইজুল ইসলাম। পাকিস্তান সফরে খেলার সুযোগ না পেলেও ভারতের স্পিন–সহায়ক কন্ডিশনে এই বাঁহাতি স্পিনারকে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে
ক্যাচিং অনুশীলনে মনোযোগী উইকেটকিপার লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়ে বড় অবদান রেখেছিলেন হাসান মাহমুদ (ডানে) ও নাহিদ রানা। দুই পেসারকে আজ অনুশীলনে একসঙ্গে দেখা গেল
মুখে এই নির্মল হাসিই বলে দিচ্ছে, মুমিনুল হক কতটা নির্ভার
বেশ খানিকটা লাফিয়ে এক হাতে ক্যাচ নেওয়ার চেষ্টায় শরীফুল হক
প্রচণ্ড গরম পড়েছিল, প্রখর রোদ থেকে বাঁচতে মাথায় দিতে হয়েছে তোয়ালে। তবে পাকিস্তানে দারুণ খেলে আসা লিটন দাসের হাসি ঢাকা পড়েনি কিছুতেই