প্যারিসে ফ্যাশন উইকে কামাভিঙ্গা
প্যারিসে ফ্যাশন উইকে কামাভিঙ্গা

ফটোফিচার

প্যারিসে গিয়ে ফ্যাশন শো-তে কামাভিঙ্গা, ডিজনিল্যান্ডে ভালভার্দে

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
ইংল্যান্ডে ব্যাটিংয়ের যেমন অভিজ্ঞতা আছে, তেমনি সে দেশে ঘোরাঘুরিতেও শচীন টেন্ডুলকার নতুন নন মোটেও। দুই ক্ষেত্রেই রৌদ্রোজ্জ্বল দিন যে ভালোভাবে সহায়তা করে, সেটিই জানিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। সামনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট, বিরাট কোহলিরাও কি রোদেরই অপেক্ষায়?
প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন স্টুয়ার্ট ব্রড। সঙ্গিনী মলি কিংয়ের সঙ্গে এ ছবি দিয়ে খবরটা জানি ইংল্যান্ড পেসার লিখেছেন, ‘সামনে রোমাঞ্চকর সময়’। এ খবর জানানোর পর নেমেছেন হেডিংলি টেস্ট খেলতে, ব্রড সফল হয়েছেন প্রথম ওভারেই!
‘যে একটা জিনিস আমাদের সবারই ভালো লাগে’, করিম বেনজেমার ক্যাপশন এমন। রিয়াল মাদ্রিদ তারকা কীসের কথা বলছেন, সেটি এ ছবি দেখে বুঝে নিতে হবে আপনারই
স্ত্রী জেসিকা পিটারসেনের জন্মদিন। কেভিন পিটারসেন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
একটি গেমিং গিয়ার কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কাসেমিরো। জানিয়েছেন সেটিই
হার্দিক পান্ডিয়ার ছেলের জন্য দিনটি ছিল খেলনা দিবস। পান্ডিয়া-পুত্রের দিনটা খারাপ কাটেনি, বলাই যায়!
নিজের এনজিওর এক বছর পূর্তি পালন করলেন ভিনিসিয়ুস জুনিয়র। যাঁরা এসেছেন, এ সুযোগে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ডিজনিল্যান্ড প্যারিস। পরিবারকে নিয়ে ফেদে ভালভার্দের সময়টা কেটেছে জাদুকরি। তাঁর পরবর্তী গন্তব্য—অ্যাভেঞ্জার্স ক্যাম্পাস
প্যারিস ঘুরতে গেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। গিয়েছিলেন প্যারিস ফ্যাশন উইকে