পোপ ফ্রান্সিসের সঙ্গে রোনালদিনিও
পোপ ফ্রান্সিসের সঙ্গে রোনালদিনিও

ফটো ফিচার

পোপের সঙ্গে রোনালদিনিও কী করছেন?

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
‘বাবার সঙ্গে’, এতটুকুই লিখেছেন জিনেদিন জিদান। অবশ্য মুখের হাসিটাই বলে দিচ্ছে সব
‘যে আলো তোমার সঙ্গে জ্বলে, সেটিকে কেউ নেভাতে পারে না’। মাঠের বাইরেও ‘জ্বলছেন’ পাকিস্তান অধিনায়ক বাবর আজম
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করতে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মেলবোর্নে। সেখানে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিং, অলরাউন্ডার এলিস পেরি
চোটের কারণে আইপিএল শেষ হয়ে গেছে আগেই। ভারত ব্যাটসম্যান সূর্যকুমার যাদব অবশ্য ‘সামনের রাস্তাটা পরিষ্কারই’ দেখছেন
স্ত্রী ড্যানিয়েলা লয়েড অ্যান্ডারসনের জন্মদিন ছিল। তাঁর সঙ্গে দুই সময়ের দুইটি ছবি পোস্ট করেছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন
ফ্যাশনে লুইস হ্যামিল্টনের আগ্রহ বেশ। বার্সেলোনা গ্রাঁ প্রিঁ-র প্রথম দিনের অনুশীলনে এভাবেই দেখা গেল মার্সিডিস ড্রাইভারকে। ‘ঘুম থেকে উঠে নিজের মতোই হও আজ। যাও, যা চাও সেটি নিতে। আমাদের সবার ওপরই আস্থা আছে আমার’, হ্যামিল্টনের ক্যাপশন এমন
স্ত্রীর সঙ্গে রবার্ট লেভানডফস্কি। ভালোবাসার ইমোজির বেশি কিছু লেখার প্রয়োজন বোধ করেননি এ ছবির সঙ্গে
‘উই প্লে ফর পিস’ নামের একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন রোনালদিনিও। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা হয়ে গেল তাই। এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাবেক ব্রাজিল তারকা, আর পোপকে উপহার দিয়েছেন স্মারক জার্সি। রোনালদিনিওর সঙ্গে ছিলেন দানি আলভেস, ম্যাক্সি রদ্রিগেজও