ডমিনিকায় প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। তবে দ্বিতীয় ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাস তুঙ্গেই থাকার কথা ওয়েস্ট ইন্ডিজের। গায়ানার প্রভিডেন্সে জাতীয় স্টেডিয়ামে কাল তৃতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে ক্যারিবীয়রা।
এর আগে অবশ্য আলোচনায় গায়ানার কন্ডিশন। বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে সেখানে, ফলে উইকেট ধীরগতির থাকতে পারে বলে অনুমান। আর সেটি হলে কার্যকরী হয়ে উঠতে পারে বাংলাদেশের স্পিন নির্ভর আক্রমণ। তবে সিরিজের শেষ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বলছেন, বাংলাদেশের স্পিনারদের নিয়ে খুব বেশি ভাবতে চান না তিনি। বরং ভরসা রাখতে চান নিজের ব্যাটসম্যানদের ওপর।
এমনিতে গায়ানার এ মাঠে পেসারদের দাপটই বেশি। এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখানে পেসারদের ৫৩টি উইকেটের বিপরীতে স্পিনাররা উইকেট নিয়েছেন ২৮টি। পেসারদের গড় যেখানে ১৯.৮৮, স্পিনাররা প্রতি উইকেট নিতে ব্যয় করেছেন ২৬.৫০ রান। অবশ্য ইকোনমি রেট বলছে, এগিয়ে স্পিনাররাই—পেসারদের ৭.৪০-এর বিপরীতে স্পিনাররা এখানে ওভারপ্রতি খরচ করেছেন ৬.৪৩ রান।
সাম্প্রতিক সময়ের আবহাওয়ায় বাংলাদেশের স্পিন কার্যকরী হতে পারে, এমন কথা মনে করিয়ে দেওয়া হলে অবশ্য পুরান বললেন, ‘বলতে পারব না আসলে। আমার মনে হয়েছে, কন্ডিশন পর্যালোচনা করে ইতিবাচক থাকাই দরকার আমাদের। নির্দিষ্ট দিনে যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের মানসম্পন্ন স্পিনার আছে, তবে তাদের নিয়ে খুব বেশি ভাবতে চাই না।’
পুরানের আস্থা বরং নিজ দলের ব্যাটসম্যানদের ওপরই, ‘আমাদের ভালো ব্যাটসম্যান আছে, যাঁদের দক্ষতা আছে। নির্দিষ্ট দিনে তারা দলের জন্য ফল নিয়ে আসতে পারবে। এটা নিয়ে ভাবতে চাই না। আমাদের দলের ব্যাটসম্যানদের নিয়ে খুশি আমি। কেউ কেউ ভুল করতেই পারে, তবে তাদের সমর্থন দেওয়াটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচের কারণে আত্মবিশ্বাস আলগা হয়ে যাক, এটি চাই না আমরা। আশা করি সব ঠিকঠাক থাকবে।’
অবশ্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলে তুলনামূলক অনভিজ্ঞ এই দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে বলে মনে করেন পুরান, ‘দল হিসেবে আমরা আলোচনা করেছি এ নিয়ে...ম্যাচ জেতা, সিরিজ জেতা, টুর্নামেন্ট জেতা। এখানে সিরিজ জিততে পারলে আত্মবিশ্বাস অনেক বাড়বে। এরপর ভারতের সঙ্গে খেলা আছে, নিউজিল্যান্ড আছে। কালকের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করি সিরিজটি জিততে পারব।’
বাংলাদেশের স্পিনারদের নিয়ে কথা বলার আগে অবশ্য পুরান বলেছেন নিজেদের স্পিনারদের কথাও। এ সিরিজে কাদের পারফরম্যান্সে মুগ্ধ, সেটি বলতে গিয়ে ক্যারিবীয় অধিনায়কের কথা, ‘(প্রাপ্তি) হেইডেন ওয়ালশ যেভাবে বোলিং করেছে। ওবেদ ম্যাকয় দলে ফিরে আমাদের এমন কিছু দিয়েছে, অতীতে যা পাইনি ওর কাছে। আশা করি সামনে ভালো করবে। ব্রেন্ডন কিং ভালো ব্যাটিং করেছে, রোভম্যান পাওয়েল আগের ম্যাচে দারুণ করেছে।’
তবে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েই পড়ে থাকতে চান না পুরান। তাঁর চোখ দলীয় পারফরম্যান্সেই, ‘আমি কারও কথা আসলে আলাদা করে বলতে চাই না, সমন্বিত প্রচেষ্টা ছিল, সবাই এগিয়ে এসেছে। দল হিসেবে আমরা এমন একটা ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে চাই। টি-টোয়েন্টিতে ওঠানামা থাকে পারফরম্যান্সের, প্রতিদিনই সবার পারফর্ম করা কঠিন। তবে ছেলেরা অবদান রাখছে, দিনের শেষে যদি যার কাছে যেটা দরকার সেটি পাওয়া যায়, তাহলেই খুশি আমরা।’
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১-৩০ মিনিটে।