>ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে না পারলেও দুনিয়ার অন্যতম সেরা কোচ থাকবেন বলে দাবি করলেন দলটির কোচ হোসে মরিনহো
নিজের ঢাক তিনি আগেও বহুবার পিটিয়েছেন। নিজেই নিজেকে তকমা দিয়েছেন ‘স্পেশাল ওয়ান’। বলেছেন, ‘আমি পাল্টাই না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই জানেন আমি একজন অসাধারণ মানুষ।’ তিনি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। আত্মবিশ্বাসে বলীয়ান এই পর্তুগিজ পরিস্থিতি যাই হোক না কেন কখনো নিজের অবস্থান ছাড়েননি।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত ২৬ বছরের মধ্যে এবার সবচেয়ে বাজে শুরু করেছে ইউনাইটেড। প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে দলটি। চারপাশ থেকে কটূক্তি আর সমালোচনা ধেয়ে এলেও মরিনহো এসব থোড়াই কেয়ার করছেন। উল্টো সংবাদমাধ্যমকে এই পর্তুগিজ বলেছেন, ইউনাইটেডকে লিগ জেতাতে না পারলেও আমি দুনিয়ার অন্যতম সেরা ম্যানেজার।
মরিনহোর অর্জন অবশ্যই তাঁর পক্ষে কথা বলে। ইংল্যান্ড, ইতালি আর স্পেনে লিগ জেতানোর সঙ্গে আছে চ্যাম্পিয়নস লিগ জেতানোর গৌরবও। কিন্তু হঠাৎ করেই মরিনহোর সেই পুরোনো অভ্যাস মানে নিজেই নিজের সাফাই গাওয়ার পেছনের কারণটা সম্ভবত ইউনাইটেডের সাম্প্রতিক পারফরম্যান্স। লিগে সর্বশেষ ম্যাচে টটেনহাম হটস্পারের কাছে কাছে ৩-০ গোলে হারের পর সংবাদমাধ্যমের সামনে তিনি তিন আঙুল উঁচিয়ে ‘সম্মান’ দাবি করেছিলেন। কোচিং ক্যারিয়ারে এরই মধ্যে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপাজয় সেই তিন আঙুলের অর্থ।
তারপর থেকেই মরিনহোকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ইউনাইটেড কোচ যেন এবার তা উসকে দিলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবটির কোচের দায়িত্বটা তাঁর কাছে কেমন—এই প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘আমি বিশ্বের অন্যতম সেরা ক্লাবের কোচ, কিন্তু এর পাশাপাশি আমি বিশ্বের অন্যতম সেরা কোচও।’
ইউনাইটেডকে লিগ জেতাতে না পারলে এই শ্রেষ্ঠত্ব থাকবে কি না? সংবাদকর্মীরা এ প্রশ্নও করেছিলেন মরিনহোকে। তার জবাবে পর্তুগিজ কোচ দ্বারস্থ হন জার্মান দার্শনিক হেগেলের একটি উক্তির, ‘অবশ্যই। আপনার কেউ দার্শনিক হেগেলকে পড়েননি? তিনি বলেছেন, সবকিছু মিলিয়েই সত্যটা দাঁড়ায়। তাই সবকিছু মিলিয়েই সত্যের দেখা পাবেন।’
মরিনহোর এই দার্শনিকসুলভ জবাবে আসলে বুঝিয়েছেন, তিনি অন্যতম সেরা কোচ কি না, সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত তাঁর ‘জীবনবৃত্তান্ত’ দেখে। অর্থাৎ অতীত সাফল্য দেখে। চারটি আলাদা আলাদা দেশে তিনি মোট আটটি লিগ শিরোপা জিতেছেন। তবে সর্বশেষ লিগ জয়ের মুখ দেখেছেন তিন বছর হয়ে গেল।
মরিনহোর মুখ কিন্তু এখানেই থামেনি। নিজের শ্রেষ্ঠত্বের ঢাক পেটাতে গিয়ে তিনি খোঁচাও মেরেছেন ইয়ুর্গেন ক্লপ ও মাউরিচিও পচেত্তিনোর মত কোচকে। সংবাদকর্মীদের তিনি প্রশ্ন করেন, ‘প্রিমিয়ার লিগে তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম হওয়া কোচকে কী আপনার এই প্রশ্ন করেছেন(অন্যতম সেরা কোচ)?’ লিগে গত মৌসুমে টটেনহামকে তিনে ও লিভারপুলকে চার তুলেছিলেন যথাক্রমে দুটি দলের কোচ পচেত্তিনো ও ক্লপ। মরিনহো এই ইঙ্গিতপূর্ণ প্রশ্নের মাধ্যমে বুঝিয়েছেন, তিনি সেরা বলেই এই প্রশ্নটা তাঁকে করা হয়েছে।
সংবাদকর্মীরাও কিন্তু এক কাঠি সরেস। মরিনহোকে তাঁরা মনে করিয়ে দেন মৌসুমে লিভারপুল কোচ ক্লপকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল। ইউনাইটেড কোচ অবশ্য তাতেও নিজের অবস্থান থেকে এতটুকু সরলেন না, ‘তার কারণ সে আন্তর্জাতিক পর্যায়ে কখনো কিছু জেতেনি। এটা তাঁর সমস্যা। আমি যা মনে করি তাই বলি।’