গুজরাট টাইটানসের শিরোপা জয়ের মাধ্যমে দুই মাস দীর্ঘ আইপিএলের পর্দা নামল। এবার কে ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেরা, সেটি এক নজরে দেখে নেওয়া যাক।
সর্বোচ্চ রান
জস বাটলার (রাজস্থান রয়্যালস)
১৭ ম্যাচ খেলে ৮৬৩ রান করেছেন জস বাটলার। আইপিএল জুড়ে বাটলারের গড় (৫৭.৫৩) ও স্ট্রাইক রেট (১৪৯.০৫) ছিল প্রায় অবিশ্বাস্য। স্বপ্নের মতো মৌসুমে বাটলারের ব্যাট থেকে এসেছে ৪টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি।
সর্বোচ্চ উইকেট
যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)
১৭ ম্যাচ খেলে ২৭ উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনিই এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এ মৌসুমে চাহালের ইকোনমি রেট ছিল ৭.৭৫, গড় ১৯.৫১।
সবচেয়ে বেশি ছক্কা
জস বাটলার (৪৫)
সবচেয়ে বেশি চার
জস বাটলার (৮৩)
সবচেয়ে বেশি ফিফটি
ডেভিড ওয়ার্নার (৫)
সবচেয়ে বেশি সেঞ্চুরি
জস বাটলার (৪)
দ্রুততম ফিফটি
প্যাট কামিন্স (১৪ বল)
দ্রুততম সেঞ্চুরি
রজত পাতিদার (৪৯ বল)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
কুইন্টন ডি কক (৭০ বলে অপরাজিত ১৪০ রান)
সর্বোচ্চ স্ট্রাইক রেট
প্যাট কামিন্স (২৬২.৫০)
সেরা গড়
ডেভিড মিলার (৬৮.৭১ গড়ে ৪৮১ রান)