এনামুল হক ও মোস্তাফিজুর রহমান
এনামুল হক ও মোস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজ সফর

টেস্ট দলে ফিরলেন মোস্তাফিজ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এনামুল

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এনামুল হক। আজ তিন সংস্করণের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ। এ সংস্করণে খেলতে তাঁর ‘অনীহা’ নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে অনেক। শেষ পর্যন্ত দীর্ঘ সংস্করণে ফিরলেন এ বাঁহাতি পেসার।

উইকেটকিপার-ব্যাটসম্যান এনামুলকে রাখা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড ১১৩৮ রান করেছিলেন তিনি। আগেই জানা গিয়েছিল, সে পারফরম্যান্সের পুরস্কার পেতে যাচ্ছেন এনামুল। ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি, এরপর জাতীয় দলে সুযোগ পাননি।

টেস্ট দল মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান।
ওয়ানডে দল তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক।
টি-টোয়েন্টি দল মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক, নুরুল হাসান, ইয়াসির আলী, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন সাইফউদ্দিনও। চোটের কারণে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন এ অলরাউন্ডার।

দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন এনামুল হক

অবশ্য চোটের প্রভাব ঠিকই আছে টেস্ট দলে। কাঁধের চোটে পড়া পেসার তাসকিন আহমেদকে রাখা হয়নি টেস্ট দলে। তবে ওয়ানডে দলে আছেন তিনি। তাসকিনের মতোই টেস্ট দলে রাখা হয়নি বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তবে সাদা বলের দুই দলেই আছেন শরীফুল।

অবশ্য টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই আছে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ। তবে টেস্ট দলে নেই আরেক অফ স্পিনার নাঈম হাসান।

টি-টোয়েন্টি দলে জায়গা পাননি ওপেনার মোহাম্মদ নাঈম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে সাইফউদ্দিন

হজ করতে যাবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। কোনো সংস্করণের দলেই রাখা হয়নি তাঁকে। ছুটির ব্যাপারে আলোচনা ছিল সাকিব আল হাসানকে ঘিরেও। আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে ছুটি না চাইলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে ওয়ানডে সিরিজে খেলবেন না তিনি, এমন শোনা গিয়েছিল। তবে তিন সংস্করণের দলেই আছেন এ অলরাউন্ডার।

আগামী জুন-জুলাইয়ে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।