দ্য ওপেনে টাইগার উডস, ররি ম্যাকইলরয়দের সঙ্গে কেভিন পিটারসেন
দ্য ওপেনে টাইগার উডস, ররি ম্যাকইলরয়দের সঙ্গে কেভিন পিটারসেন

ফটো ফিচার

টাইগার উডস, ররি ম্যাকইলরয়দের সঙ্গে কী করছেন কেভিন পিটারসেন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
চোটের কারণে উইম্বলডনের সেমিফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। রাফায়েল নাদালের এখন চোটের সঙ্গে লড়াই। তবে এ ছবি পোস্ট করে নাদাল জানিয়েছেন, ‘সব ঠিকই আছে’!
মেয়েদের সঙ্গে উনো খেলছেন রবার্ট লেভানডফস্কি
নিজের ‘নতুন ঘর’ ঘুরে দেখছেন আনহেল দি মারিয়া
যেন কোনো ব্যান্ডের ফটো সেশন! বাবর আজমদের এ ব্যান্ডের নাম কী হতে পারে?
সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান দল। ছবিটি পোস্ট করেছেন অধিনায়ক বিসমাহ মারুফ
মৌসুমের প্রথম দিনে কিলিয়ান এমবাপ্পে
‘ব্যাক টু বিজনেস’, ক্যাপশনে লিখেছেন কেভিন ডি ব্রুইনা
অস্ট্রেলিয়ার পর মৌসুমে প্রথম জয় পেয়েছেন ফেরারির শার্ল লেক্লেয়ার, অস্ট্রিয়ায়। ফ্রান্সে যাওয়ার আগে দলের সঙ্গে উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন তিনি
গলফের প্রতি ভালোবাসা মোহাম্মদ হাফিজের পুরোনোই। ইংল্যান্ডে আপাতত এটি নিয়েই ব্যস্ত সাবেক পাকিস্তান অলরাউন্ডার
শুরু হচ্ছে গলফের পুরোনোতম টুর্নামেন্ট দ্য ওপেন। এর আগে টাইগার উডস, ররি ম্যাকইলরয়দের সঙ্গে কেভিন পিটারসেন। এমন অভিজ্ঞতাকে ‘দারুণ’ বলেছেন পিটারসেন। দ্য ওপেনের ১৫০তম সংস্করণের সব প্রতিযোগীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি