প্রেমিকার সঙ্গে নেইমার
প্রেমিকার সঙ্গে নেইমার

ফটো ফিচার

জুনে কেন ভালোবাসা দিবস উদ্‌যাপন করছেন নেইমার?

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
রৌদ্রোজ্জ্বল দিন। লিটন দাসের ছবির ক্যাপশন এমন
রিয়াল মাদ্রিদকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন মার্সেলো। ক্লাবটির হয়ে জেতা ট্রফিসহ তাঁর সেলফি
ইউনিসেফের আয়োজনে ফুটবল ম্যাচে ডেভিড বেকহামের সঙ্গে উসাইন বোল্ট। লন্ডনে বসেছিল তারার মেলাই
নেদারল্যান্ডসে ঘুরতে গেছেন ডোয়াইন ব্রাভো। ইনস্টাগ্রাম স্টোরি দেখে তাঁকে খুঁজে বের করেছেন এক চেন্নাই সুপার কিংস সমর্থক
ভাই ও ভাতিজির সঙ্গে সের্হিও রামোস। ক্যাপশনে ভাতিজিকে অভিনন্দন জানিয়েছেন রামোস, আর ভাইকে ধন্যবাদ জানিয়েছেন ‘ভাইয়ের চেয়েও বেশি কিছু’ হয়ে থাকার জন্য
হোটেল, মধু ও সার্ফিংয়ের ব্র্যান্ড—এক সঙ্গে সবকিছুরই প্রচারণা করে ফেললেন ম্যাথু হেইডেন
হজ করতে যাচ্ছেন মা ও ভাই। তাঁদের বিদায় জানাতে এসেছিলেন মোহাম্মদ শামি
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে পাওয়া বিশ্রামটা ভালোই কাটছে ভারত অধিনায়ক রোহিত শর্মার
প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নেইমার। এই জুনে হঠাৎ ভালোবাসা দিবস কেন? কারণটা অবশ্য সরলই। অন্য সব দেশের মতো ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদ্‌যাপন করে না ব্রাজিল। সেখানে দিবসটি জুন মাসে। এ বছর সেটি ছিল গতকাল, ১২ জুন