নেইমার ও রিচার্লিসন
নেইমার ও রিচার্লিসন

ফটো ফিচার

জাপানেও সাম্বার তালে নেইমাররা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
তাঁর দুর্দান্ত এক শতকে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। লর্ডসের ব্যালকনিতে পরিবারের সঙ্গে সে আনন্দ ভাগ করে নিচ্ছেন জো রুট, ছবিটি পোস্ট করেছেন তাঁর স্ত্রী ক্যারি রুট
ড্রেসিংরুমে সপরিবারে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, লর্ডসে সপ্তাহটা যে দারুণ গেছে, সেটিই ‘নিশ্চিত’ করেছেন তাঁর স্ত্রী ক্লেয়ার
নিজের ছেলে-মেয়েদের অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঠিক কী কারণে, সেটি অবশ্য ‘নিশ্চিত’ করেননি তিনি
বিশ্ব পরিবেশ দিবসে সৌর বিদ্যুত প্যানেলের সঙ্গে এ ছবিটা পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। একটা ছোট বা বড় উদ্যোগ বিশাল পরিবর্তন আনতে পারে, মনে করিয়ে দিয়েছেন তিনি
ভাগ্নের সঙ্গে ভারত ক্রিকেটার স্মৃতি মান্ধানা
আইফেল টাওয়ারের সামনে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে মেয়েদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন ইগা সিওনতেক
এ ছবি দিয়ে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেস্ক ফ্যাব্রিগাস
লর্ডস টেস্টে ধারাভাষ্য দিয়েছেন, তবে টেস্ট শেষ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা চলে গেছেন কেভিন পিটারসেন। স্ত্রীর সঙ্গে আফ্রিকান সূর্যাস্ত উপভোগ করছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক
অনুশীলনেও কীভাবে উপভোগ করতে হয়, সেটিই যেন দেখাচ্ছেন নেইমার ও রিচার্লিসন। জাপানে প্রীতি ম্যাচ খেলতে গেছে ব্রাজিল, সেখানেই বাদ্যযন্ত্র হাতে, নাচতে নাচতে ড্রেসিংরুমে ঢুকেছেন নেইমারা। ছবি ও ভিডিও পোস্ট করে নেইমার লিখেছেন, ‘ওহ ব্রাজিল ওলে ওলে ওলে…’