লন্ডনের ওয়েম্বলিতে কাল রাতে ‘লা ফিনালিসিমা’ জিতেছে আর্জেন্টিনা। ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে হারায় দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।
ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। দুটি গোল বানিয়ে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২৯ বছর পর দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে আয়োজিত এই ম্যাচের কিছু মুহূর্ত দেখে নিন ছবির গল্পে—
মাঠে নামার মুহূর্তে। আর্জেন্টিনা দলের নেতৃত্বে লিওনেল মেসি। ইতালি দলের হয়ে সবার সামনে ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি। দুই দলের মুখোমুখি হওয়ার মোড়কে লড়াইটা এ দুজনের মধ্যেও হয়েছেআক্রমণে মেসি। তাঁকে আটকাতে ঘাম ছুটেছে ইতালিয়ান রক্ষণের। তিন-চারজন আঠার মতো লেগে থেকেও মেসিকে আটকাতে পারেনি রবার্তো মানচিনির রক্ষণগোল! লওতারো মার্তিনেজ স্রেফ পায়ের টোকায় গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন। ২৮ মিনিটে মার্তিনেজের এই গোলের আসল কারিগর তো মেসি। দুজন ডিফেন্ডার শরীরের সঙ্গে সেঁটে থাকলেও বাঁ প্রান্ত থেকে দারুণ এক ক্রস উপহার দেন মার্তিনেজকে, যেন চামচে করে খাইয়ে দিলেন!মার্তিনেজের সঙ্গে গোল উদ্যাপন মেসিরম্যাচে এমন উত্তেজনার মুহূর্তও দেখা গেছে। আর্জেন্টাইন আক্রমণ বনাম ইতালিয়ান রক্ষণের লড়াইয়ে কঠোর হতে হয়েছে রেফারিকেইতালিয়ান গোলকিপার দোন্নারুম্মার মাথার ওপর দিয়ে আনহেল দি মারিয়ার চিপ এবং গোল! পাসদাতা ছিলেন লওতারো মার্তিনেজ (ছবিতে নেই)। মারিয়ার এই গোলে ফিনিশিং ছিল দেখার মতোবিপদে দোন্নারুম্মা! সতীর্থের ব্যাক পাস আরেকটু হলেই জালে ঢুকে যাচ্ছিল। শেষ মুহূর্তে পা দিয়ে কোনোমতে রক্ষা করেন ইতালির এই গোলকিপারক্যাচ মি ইফ ইউ ক্যান! এই একটা ছবিতেই গোটা ম্যাচটা ধারন করা যায়। আর্জেন্টিনার জয়ে প্রাণভোমরা ছিলেন মেসি। গোটা ম্যাচে তিন–চারজন ডিফেন্ডার নিয়ে তাঁকে এভাবে ধরে রাখার চেষ্টা করেও পারেনি ইতালিবদলি হয়ে নামা পাওলো দিবালাও যোগ করা সময়ে নাম লেখান গোলদাতার খাতায়। তাঁর সেই চিরাচরিত উদ্যাপনটানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট তো আছেই, এর সঙ্গে যোগ হলো ফিনালিসিমায় হার। ইতালির খেলোয়াড়দের মুখ দেখেই বোঝা যাচ্ছে, রাতের ঘুমটা ভালো হবে নাডিয়েগো ম্যারাডোনার নাতি বেনজামিন আগুয়েরো ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যারাডোনার সম্মানে বানানো বিশেষ বল তাঁর হাতেগ্যালারিতেও ছিলেন ম্যারাডোনা। মেসি ও ম্যারাডোনা পাশাপাশি—যেন আর্জেন্টাইন ফুটবলেরই শাশ্বত চিত্র। ভক্তরা এদিনও ম্যারাডোনাকে ভোলেননিম্যাচের সেরা খেলোয়াড়কে একটু অভিবাদন না জানালে চলে! আর্জেন্টিনা দল এভাবেই অভিবাদন জানাল ম্যাচের সেরা খেলোয়াড়কেইতালির জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি। ম্যাচ শেষের একটি মুহূর্তসবাই যখন মাঠে উদ্যাপনে মত্ত তখন নিজেদের কাজটা করছিলেন জিওভান্নি লো সেলসো ও রদ্রিগো পল। জয়ের স্মারক হিসেবে গোলপোস্টের জাল কেটে রাখলেনএই ছবিটা নিশ্চয়ই অনেকবার দেখবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আরেকটি শিরোপা জয়ের আনন্দ নিশ্চয়ই অন্যরকম। সতীর্থদের নিয়ে লা ফিনালিসিমা জয়ের শিরোপা হাতে মেসি।