বিরাট কোহলি ও বাবর আজম
বিরাট কোহলি ও বাবর আজম

আইসিসি র‍্যাঙ্কিং

কোহলিকে টপকে নতুন রেকর্ড বাবরের, পেছালেন সাকিব-তামিমরা

বাবর আজমের রাজত্ব চলছেই! সর্বশেষ হালনাগাদকৃত আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক। সবচেয়ে বেশি সময় শীর্ষ স্থানে থাকার রেকর্ডে এবার বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি।

গত দশকে সব মিলিয়ে ১ হাজার ১৩ দিন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ছিলেন কোহলি। এ রেকর্ডটি নিজের করে নিলেন বাবর। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন বাবর। এরপর অবশ্য কিছুদিনের জন্য ইংল্যান্ডের ডেভিড ম্যালানের কাছে জায়গা হারিয়েছিলেন। তবে শীর্ষস্থান ফিরে পেতে খুব একটা সময় লাগেনি তাঁর।

২০১৮ সালের জানুয়ারিতে সর্বপ্রথম টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন বাবর। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত টানা শীর্ষে ছিলেন এ সংস্করণে ২৬৮৬ রানের মালিক। এখনকার র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেতেও এক নম্বর ব্যাটসম্যান বাবর। টেস্টে এ মুহূর্তে আছেন চার নম্বরে। সম্প্রতি তিন সংস্করণেই শীর্ষে ওঠার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে বাবর আজমের রাজত্ব চলছেই

বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবশ্য খুব বেশি পরিবর্তন আসেনি। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে একটিই পরিবর্তন-এক ধাপ নিচে নেমে গেছেন ঈশান কিষান। ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দারুণ পারফরম্যান্সের পর ৫৫ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওই সিরিজের পারফরম্যান্স দিয়ে ৪১৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছেন দীপক হুদা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে বাংলাদেশিদের। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান, তাঁর ওপরে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সেন্ট লুসিয়ায় ম্যাচসেরা হওয়া ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্স তিন ধাপ এগিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন আট নম্বরে।  

অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই অর্ধশতক করার পর সেন্ট লুসিয়ায় ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সাকিব। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনি পিছিয়েছেন ছয় ধাপ। তামিম ইকবালের অবনতি হয়েছে এক ধাপ। যথাক্রমে ৩৮ ও ৩৯ নম্বরে আছেন তাঁরা।

ব্যাটিংয়ে অবশ্য ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে উঠেছেন নুরুল হাসান, দুই টেস্টেই যিনি করেছেন অর্ধশতক। ১১ ধাপ এগিয়ে নাজমুল হোসেন এসেছেন ৮৮ নম্বরে। অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮৮ নম্বরে আছেন খালেদ আহমেদ, তাঁর উন্নতি ৯ ধাপ।

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন সাকিব

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন জো রুট। তাঁর সতীর্থ জনি বেয়ারস্টো ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১ নম্বরে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে ১২ নম্বরে ও টম ব্লান্ডেল ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২০ নম্বরে। এ ছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে এসেছেন স্টুয়ার্ট ব্রড, ২৫ নম্বরে উঠে আসা জ্যাক লিচের উন্নতি ১৩ ধাপ।

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের পর দুই ধাপ এগিয়ে যৌথভাবে পাঁচ নম্বরে আছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড, টি-টোয়েন্টিতে আগে থেকেই শীর্ষে তিনি। ইংল্যান্ড-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজে না খেলা ক্রিস ওকসের অনুপস্থিতিতে এক ধাপ করে এগিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (দ্বিতীয়) ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (তৃতীয়)। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। যৌথভাবে ১০ নম্বরে উঠেছেন ইংল্যান্ডের জো রুট ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।