গলফ কোর্সে ডি ভিলিয়ার্সরা
গলফ কোর্সে ডি ভিলিয়ার্সরা

কাদের সঙ্গে গলফ খেলছেন ডি ভিলিয়ার্স ও যুবরাজ

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
সিদ্ধান্ত নাও। নিবদ্ধ থাকো। সফল হও। বাবর আজমের ‘মূলমন্ত্র’!
এ সিরিজেরই আগের ভাগে ছিলেন ভারতের প্রধান কোচ। এবার ধারাভাষ্যে রবী শাস্ত্রি। স্কাই স্পোর্টসের সহকর্মীদের সঙ্গে ভারতের সাবেক অলরাউন্ডার। হেডিংলি টেস্টে বব উইলিসের স্মরণে পালন করা হয়েছে ‘নীল দিবস’।
নিউইয়র্কে নিজের স্মৃতি স্মরণ করেছেন কিলিয়ান এমবাপ্পে
‘শীতকালের নতুন রীতি’ পালন করছেন এলিস পেরি। বন্ধুদের সঙ্গে বার বি কিউ ও সময় কাটিয়ে
উইম্বলডনে তারার মেলা : ১
উইম্বলডনে তারার মেলা : ১
ইতালিতে ছুটি কাটাচ্ছেন লকি ফার্গুসন
পরিবারের সঙ্গে ছুটিতে এমিলিয়ানো মার্তিনেজ
ছুটি শেষ, এবার ফুটবলে ফেরার পালা—পল পগবা সংস্করণ
ছুটি শেষ, এবার ফুটবলে ফেরার পালা—ভিনিসিউস জুনিয়র সংস্করণ
এক দিকে সূর্যকুমার যাদব, অন্যদিকে যুজবেন্দ্র চাহাল। মুখোমুখি বিশাল এই দাবার বোর্ডে। চাহাল লিখেছেন, ‘কিংস গ্যাম্বিট’।
এবি ডি ভিলিয়ার্সের সকাল শুরু হয়েছে গলফ দিয়ে। সেখানে তাঁর সতীর্থ যুবরাজ সিং। এ দুজনের প্রতিপক্ষ ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব মাইকেল স্ট্রাহান ও সাবেক এনএফএল (আমেরিকান ফুটবল) তারকা মার্শাল ফক। কঠিন ম্যাচটা শেষ পর্যন্ত ‘সমান সমান’ শেষ করতে পেরেছেন বলে জানিয়েছেন ডি ভিলিয়ার্স।