দেশের ক্রীড়াঙ্গনে করোনার হানা ক্রমশ বাড়ছে। দুজন বিশিষ্ট ব্যক্তি ভর্তি আছেন হাসপাতালে। সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে ঈদের আগের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ। ২৩ মে থেকে করোনা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি কর্নেল (অব) ওবাইদউল্লাহ খান।
এনভয় গ্রুপের চেয়ারম্যান ৬৪ বছর বয়সী কুতুব উদ্দিন আহমেদের বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদকও ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত আহবায়ক পদে দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনে নেতৃত্ব থেকে অবসর নেন ২০১২ সালে। তাঁর ব্যবসায়িক অংশীদার সাবেক ফুটবলার ও এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদী আজ প্রথম আলোকে বলেন, '৩ দিন হলো তিনি হাসপাতালে। সামগ্রিক অবস্থা এখন ভালোর দিকে। গত কয়েক দিন জ্বর আসা-যাওয়া করছিল। তবে আজ জ্বর আসেনি। যদিও শ্বাসকষ্ট আছে।'
৭৪ বছর বয়সী ওবাইদউল্লাহ খানের অবস্থাও উন্নতির দিকে। হাসপাতাল থেকে ফোনে তিনি নিজেই আজ প্রথম আলোকে জানিয়েছেন, আগের চেয়ে সবকিছু ভালোর দিকে। বলেছেন,' আশা করছি কয়েকদিনের মধ্যে বাসায় ফিরে যেতে পারব। আপাতত করোনার কোনো উপসর্গ নেই। এতে দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে।'
কর্নেল (অব.) ওবাইদউল্লাহ বাংলাদেশ ফুটবল রেফারিজ সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ষাটের দশকে ফায়ার সার্ভিসের হয়ে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন। পরবর্তীতে যোগ দেন ওয়ান্ডারার্সে। জাতীয় ক্রীড়া পরিষদের সহসভাপতিসহ অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রবীণ এই সংগঠক।