বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নাম হচ্ছে পদ্মা সেতুর নামে
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নাম হচ্ছে পদ্মা সেতুর নামে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও থাকছে পদ্মা সেতু

স্বপ্নের পদ্মা সেতু যেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সম্পর্কেও স্থাপন করতে যাচ্ছে মৈত্রীর এক সেতু। কাল শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজের নামকরণ হচ্ছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখনো কোনো টাইটেল স্পনসর না পেলেও বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে—তিন সিরিজেই থাকছে সহযোগী স্পনসর হিসেবে।

সূত্র জানিয়েছে, অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের নাম ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’ করার আনুষ্ঠানিক সিদ্ধান্তটি আজই হয়েছে। টেস্ট চলাকালে মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

টেস্ট চলাকালে মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি
সংগৃহীত

আজ বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেছেন, ‘সিরিজের স্বত্ব যারা কিনেছে, তারা প্রস্তাবটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে। সেখান থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এতে কোনো সমস্যা আছে কি না। আমরা বলেছি সমস্যা নেই।’ নাজমুল হাসান জানিয়েছেন, টেলিভিশনে টেস্ট ম্যাচের মাঝে পদ্মা সেতুর ছবি ও ভিডিও দেখানো হবে।

আগামীকাল শুরু হচ্ছে প্রথম টেস্ট

ওদিকে বাংলাদেশ থেকে দর্শকেরা এই সিরিজের খেলা সরাসরি দেখতে পাবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশে খেলা দেখানোর স্বত্ব কেনা টোটাল স্পোর্টসের কাছ থেকে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল এখনো সিরিজ দেখানোর স্বত্ব কেনেনি।

এ ব্যাপারে বিসিবি সভাপতির বক্তব্য, ‘এটা কখনো হয়নি যে বাংলাদেশ দল কোথাও খেলছে আর এখানে টেলিভিশনে খেলা দেখানো হচ্ছে না। বিষয়টা কেন হচ্ছে, দেখতে হবে। যারা সম্প্রচার স্বত্ব কিনেছে, তারা আজ ঢাকায় আসছে। তাদের সঙ্গে আমরা কথা বলব। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেও আমরা চিঠি দিয়েছি।’