সিরিজ জয়ের ট্রফি হাতে দিমুথ করুনারত্নে
সিরিজ জয়ের ট্রফি হাতে দিমুথ করুনারত্নে

ফটো ফিচার

‘এ ট্রফিটা শ্রীলঙ্কার জনগণের’

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, সামনে লিভারপুল। প্যারিসে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা, মার্সেলো, লুকাস ভাজকেজ, ভিনিসিউস, মিলিতাওরা জানিয়েছেন—তারা হাজির!
বেঁচে থাকলে আজ ৫০ পূর্ণ করতেন রুথ স্ট্রাউস। স্ত্রীর জন্মদিনে এ ছবিটা পোস্ট করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস
‘হোম, সুইট হোম’। নেশনস লিগের জন্য পর্তুগালের হয়ে প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো
এক ছবিতে ১৫৩৩ আন্তর্জাতিক ডিসমিসাল। ইয়ান হিলির সঙ্গে অ্যাডাম গিলক্রিস্টের এ ছবিটা কি উইকেটকিপিংয়ের সবচেয়ে মূল্যবান ‘সেলফি’?
যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছেন হ্যারি কেইন। জিমি ফ্যালনের টিভি শো-তেও গিয়েছিলেন তিনি। অবশ্য ফ্যালনকে তিনি বলছেন, নিউইয়র্ক শহরের দারুণ একজন গাইড!
সমুদ্রের ওপরে সূর্যস্নান। কিলিয়ান এমবাপ্পের ছবির ক্যাপশনের ইমোজিগুলোর ‘অনুবাদ’ এমনই
মোনাকোতে এই বিশেষ হেলমেট পরে নামবেন মার্সিডিস ড্রাইভার লুইস হ্যামিল্টন
জাহানারা আলমের ‘শুভ সকাল’
কয়েকদিন ছুটি কাটিয়ে জিমে ফিরেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত তিনি!
নিজের ওয়াইনের কোম্পানি বেশ আগেই খুলেছেন রিকি পন্টিং। স্ত্রী রিয়ান্নার সঙ্গে সেটিরই বিজ্ঞাপন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের
বাংলাদেশ সফরে আসার পর থেকেই ঘুরেফিরে এ প্রশ্নটা করা হয়েছে শ্রীলঙ্কা দলকে। দেশের এমন পরিস্থিতিতে এ সিরিজটা আসলে কতটা তাৎপর্যপূর্ণ। চট্টগ্রাম টেস্ট ড্রয়ের পর মিরপুরে দারুণ জয়ে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে অধিনায়ক দিমুথ করুনারত্নে লিখেছেন, ‘এ জয়টা শ্রীলঙ্কার মানুষের জন্য উৎসর্গ করছি। কঠিন সময় পার করছি আমরা, আশা করি, এ জয় আপনাদের মুখে একটু হাসি ফোটাবে।’