২৫০তম উইকেট পাওয়ার পর কেমার রোচকে সতীর্থদের অভিনন্দন
২৫০তম উইকেট পাওয়ার পর কেমার রোচকে সতীর্থদের অভিনন্দন

সেন্ট লুসিয়া টেস্ট

এবার রোচদের ‘কাজ শেষ করার পালা’

টেলিভিশন সম্প্রচারে একাধিকবার দেখানো হলো দৃশ্যটা। পয়েন্টের দিকে ঠেলতে গিয়ে গালিতে ধরা পড়লেন সাকিব আল হাসান। কেমার রোচের প্রথম টেস্ট উইকেট! আজ তামিম ইকবালকে আউট করে সেই রোচ পেলেন ২৫০তম টেস্ট উইকেট। সাকিব এখন বাংলাদেশের অধিনায়ক, ২০০৯ সালের ওই ‘দ্বিতীয়সারি’র ওয়েস্ট ইন্ডিজ দল থেকে রোচ পেরিয়ে এসেছেন দীর্ঘ পথ। ওই ম্যাচে খেলা ড্যারেন স্যামির নামে ক্রিকেট মাঠেই রোচ পৌঁছালেন মাইলফলকে।

কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল, ল্যান্স গিবস, জোয়েল গার্নার… এরপর কেমার রোচ। ‘সফল’ বোলারদের তালিকা হিসেবে মন্দ নয়! ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মাইকেল হোল্ডিংকে ছাড়িয়ে গেলেন রোচ, ষষ্ঠ বোলার হিসেবে পেলেন ২৫০তম উইকেট। এ পর্যায়ে আসতে পরিশ্রম করতে হয়েছে, এখনো কিছু লক্ষ্য পূরণ বাকি—দিনের খেলাশেষে এক ভিডিওবার্তায় বললেন রোচ। তবে মনে করালেন, আপাতত উপভোগ করছেন মুহুর্তটা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মাইকেল হোল্ডিংকে ছাড়িয়ে গেলেন রোচ

শুধু ব্যক্তিগত মাইলফলকে নয়, রোচের উপভোগ করার পেছনে আছে দলের সাফল্যও। অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পর সেন্ট লুসিয়াতে কাজ প্রায় শেষ করে আনার দ্বারপ্রান্তে তারা। রোচ বলছেন, পরিকল্পনা সফল হয়েছে তাদের। এখন ‘কাজ শেষ করার পালা’।

অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েই হোল্ডিংয়ের পাশে বসেন রোচ। তবে এ টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর অপেক্ষা বাড়ে তাঁর। তৃতীয় দিন বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার পথে সে অপেক্ষাটা ফুরোলো। রোচ বলছেন, কাজের অনেকটাই সেরে ফেলেছেন তাঁরা, ‘ভালো শুরু ছিল। তাদের ব্যাটসম্যান টপ অর্ডার নির্ভরশীল, মানে প্রথম ছয়জনকে ঘিরেই ওদের ব্যাটিং অর্ডার। যেভাবে বোলিং করেছে আমাদের সবাই, বেশ ভালো একটা ব্যাটিং উইকেটে, তাতে খুশি আমি। তরুণদের নিয়ে গর্বিত আমি। ভবিষ্যতের জন্য খুবই ভালো ইঙ্গিত এটা।’

সেন্ট লুসিয়ায় হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রথম ইনিংসে বাংলাদেশকে অল্প রানের মধ্যে আটকে রাখার পর ব্যাটিংয়ে বড় স্কোর, এরপর বোলিংয়ে এমন পারফরম্যান্স। রোচ বলছেন, পারফরম্যান্সটা প্রায় ‘পারফেক্ট’ তাদের জন্য, ‘ব্যাটসম্যানদের বড় রান করতে বলা হয়েছে, তারা ৪০০ রান করেছে। বোলারদের চেষ্টার কমতি যাতে না থাকে, সেটা বলা হয়েছে। তারা সেটিই করেছে। এখন (এ টেস্ট নিয়ে) নেতিবাচক কিছুই (মাথায়) আসছে না।’

বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা বাস্তবায়নের তৃপ্তিই পাচ্ছেন এ অভিজ্ঞ পেসার, ‘ছেলেরা ভালোভাবে সব বাস্তবায়ন করেছে, আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। এখন কাল এসে কাজ শেষ করার পালা।’

সে কাজটা কিভাবে শেষ করতে চান, রোচ জানালেন সে ইচ্ছার কথাও, ‘প্রথম সেশনে ওদের অলআউট করে দেওয়া—এটিই সবচেয়ে তৃপ্তির হবে।’

রোচদের পারফরম্যান্স বলছে, সে তৃপ্তি তারা পেতেই পারেন!