মুহূর্তেই মনকে চাঙা করতে কফির ধারেকাছে কি কিছু আছে? বিশ্বাস হয় না? তাহলে অ্যান্ডি মারের মুখেই শুনুন, ‘বছরের পর বছর মনমরা হয়ে কাটিয়ে দিয়েছি, মুখে হাসি ফোটাতে পারিনি। কে জানত, শুধু কফি পেলেই সব সমস্যা মিটে যেত।’
মুহূর্তেই মনকে চাঙা করতে কফির ধারেকাছে কি কিছু আছে? বিশ্বাস হয় না? তাহলে অ্যান্ডি মারের মুখেই শুনুন, ‘বছরের পর বছর মনমরা হয়ে কাটিয়ে দিয়েছি, মুখে হাসি ফোটাতে পারিনি। কে জানত, শুধু কফি পেলেই সব সমস্যা মিটে যেত।’

ফটো ফিচার

অ্যান্ডি মারের কফি আবিষ্কার

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত অনুসারী—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার—লা মাসিয়ায় বার-বি-কিউ পার্টি ডিপাইদের, কিরিওসের জীবনে প্রেমের হাওয়া, অ্যান্ডি মারের কফি আবিষ্কার।
দেশের জন্য লড়েছেন এমন অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য তহবিল সংগ্রহে নেমেছেন মিচেল জনসন। হেঁটে ৮ দিনে ১২৪ কিলোমিটার পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে হাঁটছেন সাবেক ফাস্ট বোলার। আজ ছিল তার ষষ্ঠ দিন।
মুহূর্তেই মনকে চাঙা করতে কফির ধারেকাছে কি কিছু আছে? বিশ্বাস হয় না? তাহলে অ্যান্ডি মারের মুখেই শুনুন, ‘বছরের পর বছর মনমরা হয়ে কাটিয়ে দিয়েছি, মুখে হাসি ফোটাতে পারিনি। কে জানত, শুধু কফি পেলেই সব সমস্যা মিটে যেত।’
শ্রীলঙ্কা বড় কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর্থিক দুর্দশা ও রাজনৈতিক অস্থিরতার এ সময় ভারতের সাহায্য খুব দরকার দেশটির। সনাথ জয়াসুরিয়া তাই দেখা করেছেন দেশটিতে থাকা ভারতীয় রাষ্ট্রদূত গোপাল ভাগ্যর সঙ্গে।
দুর্দান্ত ক্রিকেটার, মানুষ হিসেবে কিংবদন্তি, নেতা ও অসাধারণ—নতুন অধিনায়ক বেন স্টোকসের বর্ণনায় স্তুতিবাক্য থামছিলই না স্টুয়ার্ট ব্রডের।
চুল রাঙানোটা নেশায় রূপ নিয়েছে মাইকেল ক্লার্কের।
লা মাসিয়ায় বেড়ে ওঠেননি বলে কি লা মাসিয়ার বারবিকিউ পার্টিতে যোগ দেওয়া যাবে না? মেম্ফিস ডিপাই অন্তত এমন কথায় বিশ্বাস করেন না।
নিক কিরিওসের পৃথিবীকে চিনে নিন—কসটিন হাৎজি।