সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব করছেন রবি বোপারা
সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব করছেন রবি বোপারা

অধিনায়কত্ব নিয়ে এবার সিলেট দলেও নাটক

৬ ম্যাচে মাত্র একটি জয়, স্বাভাবিকভাবেই বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট সানরাইজার্স। শুধু পয়েন্ট খরা নয়, দলটি ভুগছে অধিনায়কত্ব–সংকটেও। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করছেন রবি বোপারা। একেবারে শেষ মুহূর্তে বোপারাকে দায়িত্ব দিয়ে টস করতে পাঠানো হয়।

বিসিবি আজ যে খেলোয়াড়দের তালিকা দিয়েছে, সেটিতে সিলেটের অধিনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে মোসাদ্দেক হোসেনকেই। অবশ্য অধিনায়কের যে সই, সেটি মোসাদ্দেকের ছিল না। পরে বিসিবি জানিয়েছে, অধিনায়ক হিসেবে মোসাদ্দেকের বদলে সিলেট বেছে নিয়েছে বোপারাকে।

জানা গেছে, এমনিতেই নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক অধিনায়কত্ব করতে চাচ্ছিলেন না। এরপর মোসাদ্দেকের বদলে সহ-অধিনায়ক এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুনকে দায়িত্ব দিতে চেয়েছিল সিলেটের টিম ম্যানেজমেন্ট। তবে তাঁরাও দায়িত্ব নিতে না চাওয়ায় সেটি দেওয়া হয়েছে বোপারাকে।

এর আগে সিলেটকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক হোসেন
ছবি: প্রথম আলো

প্রথম আলোকে অধিনায়কত্ব বদলে ফেলার ব্যাখ্যায় সিলেটের ম্যানেজার কাজী মাশুক আল বারী বলেছেন, ‘কিছুদিন আগেও মোসাদ্দেক বলেছিল যে সে অধিনায়কত্ব করতে চায় না। সে নিজের ওপর থেকে চাপ সরিয়ে খেলায় মনোযোগ দিতে চাচ্ছিল। সে বলেছিল, কিন্তু আমরা বদলি খুঁজে পাচ্ছিলাম না। গতকালও বিজয়-মিঠুনকে (এনামুল হক ও মোহাম্মদ মিঠুন) অনুরোধ করা হয়। কিন্তু তারাও চাচ্ছিল না। আজ মাঠে আসার পর কোচের সঙ্গে আলোচনা হয়। তারপর বিজয়-মিঠুন আবার “না” করে। এরপর বোপারাকে অধিনায়কত্ব দেওয়া হয়। এখন থেকে সে–ই অধিনায়ক।’

খেলোয়াড়দের তালিকায় মোসাদ্দেকের নামের পাশে অধিনায়ক লেখা প্রসঙ্গে সিলেটের ম্যানেজার বলেন, ‘এটা আমারই ভুল। তাড়াহুড়োয় আমি তালিকায় বোপারার নাম দিতে ভুলে গিয়েছি। আমি এর মধ্যে নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির কাছে চিঠিও দিয়েছি।’

অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ মিঠুন

৬ ম্যাচে একটি জয়ের পাশাপাশি সিলেটের একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। প্লে-অফে যেতে হলে বাকি ৪ ম্যাচই প্রায় বাঁচা-মরার এখন তাদের। এ ম্যাচ শুরুর আগে অবশ্য আরেকটি ধাক্কাও খেয়েছে সিলেট। চোটের কারণে বিপিএল শেষ হয়ে গেছে ফাস্ট বোলার তাসকিন আহমেদের। এমনিতেই চোট নিয়ে চট্টগ্রাম পর্বের পর থেকে খেলেননি তাসকিন। নিজে বিপিএলের শেষ দিকে ফেরার আশার কথা জানালেও আজ সিলেট নিশ্চিত করেছে, তাসকিন এ টুর্নামেন্টে আর খেলতে পারবেন না।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে ‘ভুল–বোঝাবুঝি’ অবসানের সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

বিপিএলের এ মৌসুমে অধিনায়ক বদলে ফেলার অবশ্য এটিই প্রথম ঘটনা নয়। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব নিয়ে বেশ নাটকই হয়ে গেছে। চট্টগ্রাম পর্বে হুট করেই মেহেদী হাসান মিরাজের বদলে টস করতে নেমেছিলেন নাঈম ইসলাম। এরপর বিপিএল খেলবেন না বলে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরতে চেয়েছিলেন মিরাজ। যদিও শেষ পর্যন্ত থেকে গেছেন তিনি।  

শেষ পর্যন্ত ব্যাপারটিকে ভুল–বোঝাবুঝি উল্লেখ করে ‘সমাধান’ করেছে চট্টগ্রাম দল। ব্যাপারটি গড়িয়েছিল বিসিবি পর্যন্তও। তবে আনুষ্ঠানিক শুনানির পর দুই পক্ষের মধ্যে ব্যাপারটা সুরাহা হয়ে গেছে বলে জানিয়েছে তারা। চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈমই।