বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানুয়ারিতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্ব নেন তিনি। নিজ দলে শুদ্ধি অভিযান ও ক্যাসিনো চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে তাঁর নির্দেশ দেওয়া এ বছরের অন্যতম আলোচনার বিষয় ছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে এ বছর তিনি বহু স্বীকৃতি পেয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর এক শ প্রভাবশালী নারীর তালিকায় ২৯ নম্বরে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ১২ ডিসেম্বর তালিকাটি প্রকাশ করে ফোর্বস। ফোর্বস-এর প্রতিবেদনে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।
৬ এপ্রিল
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেয় স্থানীয় মাদ্রাসা অধ্যক্ষের লোকজন। হাসপাতালে পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হত্যা মামলা হয়। বিচারে ১৬ জনের ফাঁসি হয়।
১৩ সেপ্টেম্বর
ফিলিপাইনে এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্ট থেকে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন রোমান সানা।
২০ ফেব্রুয়ারি
ঢাকার চকবাজারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতে সৃষ্ট আগুনে ৭৮ জন মারা যান। এই ঘটনায় গোটা দেশ স্তম্ভিত হয়ে যায়।
৭ অক্টোবর
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়টে) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেন। এর প্রতিবাদে ছাত্রদের গ্রাফিতি।