২০ বছর

নদীতে সাইকেল!

কারও মনে হতেই পারে–নদীতে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক তরুণ। অথচ ছবিটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের! প্রবল বৃষ্টিতে ঢাকা যেদিন পরিণত হয়েছিল বিশাল এক জলাশয়ে। রাস্তায় রাস্তায় পানি থইথই, আটকে পড়া গাড়িঘোড়া…। হাসান রাজার তোলা নটর ডেম কলেজের সামনের রাস্তার এই ছবি ছাপা হয়েছিল ২০১৭ সালের ২৭ জুলাই।

২০ বছরের ইতিহাসকে কি দুই পৃষ্ঠায় ধরে রাখা সম্ভব! পত্রিকা বের করার বাইরেও যেখানে আরও অনেক কিছু করেছে প্রথম আলো। এখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকল সেসবেরই উল্লেখযোগ্য কিছুই।

রোহিঙ্গার ঢল

সাগরের ঢেউয়ের সঙ্গে যুঝে সাগরের ঢেউয়ের মতোই বাংলাদেশে ঢল নেমেছিল রোহিঙ্গা শরণার্থীদের। নদী পেরিয়ে, সাগর পাড়ি দিয়ে এসেছে তারা। উত্তাল সাগরে প্রাণও গেছে অনেকের। টেকনাফে রোহিঙ্গা শরণার্থীদের এই ছবি তুলেছিলেন আশরাফুল আলম।

প্রথম মলাট

১৮ মে ২০০৮

পত্রিকার বিশেষ মলাট এখন আর কোনো ঘটনা নয়। তবে বাংলাদেশের সংবাদপত্র জগতে প্রথম মলাট করেছিল প্রথম আলোই।

পাঠকের আস্থা

মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ২০০ যাত্রী নিয়ে বিকল হয়ে পড়া ‘এমভি কান্দিপাড়া’ নামে একটি লঞ্চ ভাসতে ভাসতে চলে যায় মা্ওয়া ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। লঞ্চের একজন যাত্রী মোবাইল ফোনে প্রথম আলো কার্যালয়ে এই বিপদের কথা জানালে যোগাযোগ করা হয় ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের সঙ্গে। পাঁচ ঘণ্টা পর মাঝনদী থেকে উদ্ধার পান যাত্রীরা।

লিমনের গল্প

দিনমজুর বাবার এসএসসি পরীক্ষার্থী সন্তান মো. লিমন হোসেনকে ‘সন্ত্রাসী’ বলে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অসহায় লিমনের পাশে দাঁড়াতে প্রথম আলোতে ছাপা হয় একের পর এক প্রতিবেদন।

মুক্তিযুদ্ধের দলিল

মুক্তিযুদ্ধের সময় মাদার তেরেসাসহ বিভিন্ন দেশের ৬০ জন ভাবুক, সাংবাদিক ও ত্রাণকর্মীর লেখা নিয়ে বেসরকারি সংস্থা অক্সফাম একটি প্রচারপত্র প্রকাশ করেছিল। বিষয় ছিল বাংলাদেশের শরণার্থী। প্রথম আলোর পাঠকদের জন্য সেটির হুবহু বাংলা অনুলিপি ছাপা হয়েছিল ২০০৯ সালের ১৮ ডিসেম্বর।

বর্ণমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উ?যাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে প্রথম আলোর বর্ণমেলা। ২০১০ সালে ঢাকায় শুরু হয়ে এখন যা ঢাকার বাইরেও বিস্তৃত। শিশু—কিশোরদের জন্য নানা আয়োজন থাকে এতে। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে অমর একুশের স্মৃতিবাহী।

শোভাযাত্রা

সে ছিল ভয়াল এক সময়। বলতে গেলে প্রতিদিনই অ্যাসিডে ঝলসে যেত  কোনো না কোনো নারীর মুখ। এই অপকর্মের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন গড়ে তুলেছিল প্রথম আলো। সেটিরই অংশ হিসেবে এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও ব্র্যাকের সঙ্গে প্রথম আলোর যৌথ উদ্যোগে ২০০২ সালের ১৩ মার্চ জাতীয় শহীদ মিনার থেকে বেরিয়েছিল নারী—পুরুষের সম্মিলিত এই শোভাযাত্রা।

ছবি: ফিরোজ চৌধুরী

শপথ

বদলে যাও বদলে দাও–এই শপথ নিয়ে কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে সেই বিশাল আয়োজন। ১৯ জুন, ২০০৯।

তারার ঝলক

মেরিল—প্রথম আলো তারকা পুরস্কার মানেই এমন সব ঝলমলে ছবি। দেশের বিনোদনজগতের সবচেয়ে প্রতীক্ষিত অনুষ্ঠান।

মাদক ছাড়তে পরামর্শ

মাদকবিরোধী আন্দোলন তো চলছেই, কিন্তু এরই মধ্যে যারা চলে গেছে এই সর্বনাশা পথে? তাদের ফিরিয়ে আনতে নিয়মিতই আয়োজন করা হয় পরামর্শ সভার। ৯৯টি সভা হয়ে গেছে এরই মধ্যে। এই ছবিটি ৫০তম আয়োজনের।

নারী দিবস

প্রতিবছর ৮ মার্চ সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক নারী দিবস উ?যাপন  করতে প্রথম আলোও নিয়মিত আয়োজন করে আসছে বিশেষ অনুষ্ঠান।

ফেসবুকে মাসে লাইক-কমেন্ট ৪.৫ কোটি বার  

অনলাইন পাঠক ২০০+ দেশ ও অঞ্চলে

সামাজিক মাধ্যমে ভিডিও দেখা মাসে ৩ কোটি বার

প্রতিদিন সারা দেশে ৬টি সংস্করণ

বিশ্বজুড়ে

বিশ্বের বিখ্যাত সব সংবাদপত্রের সঙ্গে আছে প্রথম আলোও। ২০১৩ সাল থেকে স্পার্ক নিউজ ২০ জুলাই পালন করছে ইমপ্যাক্ট জার্নালিজম ডে হিসেবে। মানুষের সফল ও ইতিবাচক উদ্যোগের সংবাদ বা স্বীকৃতিমূলক লেখাগুলো সেদিন একযোগে ছাপা হয় বিশ্বের বিভিন্ন দেশের নামী ৪০টি সংবাদপত্রে। ছাপা হয়েছিল পলান সরকারের বিনি পয়সায় বই বিলানোর গল্পও ।

বিয়ে উৎসব

বিয়ে মানেই মহা ধুমধাম, আলোর ছটা, খাওয়াদাওয়া তো আছেই। প্রথম আলোর বিয়ে উৎসবেও এর সবই হয়।

বিশেষ প্রকাশনা

কোনোটা মাসিক, কোনোটা ত্রৈমাসিক, কোনোটা বা প্রকাশিত বিশেষ উপলক্ষে–প্রথম আলো থেকে সারা বছরই বেরোয় বিশেষ সব প্রকাশনা।

উপহার

নানা উপলক্ষে পাঠকেরা পেয়েছেন এমন অনেক পোস্টার।

প্রথম আলো সড়ক

একসময় এই সড়ক ছিল চলাচলের অযোগ্য। প্রথম আলোতে খবর প্রকাশিত হওয়ার দুই মাসের মধ্যেই এটি হয়ে যায় পিচঢালা পথ। ২০০৭ সালের ৭ জুন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া—সুন্দরপুর ভায়া মহাদেবপুর সড়কটি উদ্বোধনের সময় তিন গ্রামের মানুষের দাবি মেনে চার কিলোমিটার দীর্ঘ সড়কটির নাম হয়ে যায় ’প্রথম আলো সড়ক’।