এত দীর্ঘ রাত হয় অন্ধকার এত হয় গাঢ়
নক্ষত্রও মেঘে ঢাকা ঘরদোরে বাতি নাই কারও
অন্ধকার সর্বব্যাপী জোনাকিরও লেগেছে মড়ক
অন্ধকার সর্বগ্রাসী, অন্ধকারে দুনিয়া নরক
ওই বুঝি ভোর হয় ঘুম-চোখে বাইরে তাকাই
কাক ডাকে, পাখি ওড়ে—ভোরের ইশারা দূরে পাই
সুবহে কাজিব ছিল প্রতারক, ছিল ভুল ভোর
হতাশা নিষ্ঠুর হাসে ভেঙে দেয় মায়াভ্রম ঘোর
তাহলে কি কাটবে না অন্ধকার এই দীর্ঘ রাত?
মৃত্যুপুরী জাগবে না? প্রাণ হাতে আসবে না প্রভাত?
রাত্রি যত বেড়ে যায় তত নাকি ভোর আসে কাছে
আশার ছলনা নাকি? আশা ছাড়া আর কী–বা আছে
অবশেষে আলো আসে জিয়নের কাঠিটি বোলায়
মৃত্যুপুরী জেগে উঠে প্রাণের কল্লোলে উছলায়
আলো আছে আশা আছে অমা কেটে আলো আসবেই
আলো-পুত্র আলো-কন্যা আলো-মাকে ভালোবাসবেই
আলোর শুশ্রূষা নিয়ে আলো-মাকে আলো মাখবেই
আলোর পরশমণি আলো-মাকে ভালো রাখবেই