অনন্য মসজিদ ১০

রণবিজয়পুর এক গম্বুজ মসজিদ

বাগেরহাটে হজরত খানজাহান আলী (র.)-এর মাজারের কাছে রণবিজয়পুর এক গম্বুজ মসজিদ অবস্থিত। মসজিদটি দরিয়া খাঁর মসজিদ এবং মসজিদের দক্ষিণ দিকের দিঘিটি দরিয়া খাঁর দিঘি নামেও পরিচিত ছিল।

মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে তিনটি অলংকৃত মেহরাব। মাঝের মেহরাবটি একটু উঁচু। বাইরের দেয়ালের ইটে নকশা রয়েছে।

হজরত খানজাহান (র.)-এর মাজার ছাড়া তাঁর সময়ের আর কোনো স্থাপনার গায়ে ফলক পাওয়া যায় না। সে কারণে এসব স্থাপনার সময়কাল কিছুটা অনুমাননির্ভর। প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত তথ্যমতে এটি মুসলিম শাসন যুগের মসজিদ।

কীভাবে যাবেন

বাগেরহাট-খুলনা সড়ক থেকে রিকশা বা অটোরিকশায় চড়ে রণবিজয়পুর মসজিদে যাওয়া যায়।