হাদিসের কথা

কর্মচারীদের উপঢৌকন গ্রহণ করা নিষিদ্ধ

আবু হুমায়দ সায়িদি (রা.) বলেছেন, সদকা উসুল আদায় করার জন্য রাসুল (সা.) ইবনে লুতবিয়া নামে আসাদ গোত্রের এক লোককে কর্মচারী নিয়োগ করলেন। লুতবিয়া বলল, ‘এটা আপনাদের (অর্থাৎ বায়তুল মালের) এবং ওটা আমাকে উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছে।’

এ কথা শুনে রাসুল (সা.) মিম্বরে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা করার পর বললেন, ‘সে কর্মচারীর কী হলো, যাকে আমি (তহসিলদার হিসেবে) পাঠাই, আর সে বলে, “ওটা আপনাদের আর এটা আমাকে উপঢৌকন দেওয়া হয়েছে।” সে তার পিতার বা মাতার ঘরে বসে থেকে দেখে না কেন যে তাকে উপঢৌকন দেওয়া হয় কিনা? মুহাম্মদের প্রাণ যে পবিত্র সত্তার হাতে, তাঁর কসম! যে কেউ এমন সম্পদের কিছুমাত্র হস্তগত করবে, কিয়ামতের দিন তা-ই সে তার ঘাড়ে বহন করে নিয়ে আসবে। তার ঘাড়ের ওপর চিৎকাররত উট থাকবে, অথবা হাম্বা-হাম্বারত গাভি থাকবে, অথবা ম্যা-ম্যারত বকরি থাকবে। এরপর তিনি দু হাত ওপরের দিকে উঠিয়ে বললেন, হে আল্লাহ! আমি কি আপনার নির্দেশ পৌঁছে দিয়েছি? তিনি দুবার এই কথাটি বললেন।’ (মুসলিম, হাদিস: ১,৮৩২)