আতিয়া মসজিদ

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আতিয়া জামে মসজিদ অবস্থিত। আরবি শব্দ ‘আতা’ থেকে ‘আতিয়া’ নামটি এসেছে। এর অর্থ দান করা। ছবিগুলো তুলেছেন সৈয়দ জাকির হোসেন

সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ আলি শাহান শাহ্ বাবা আদম কাশ্মীরি (র.)–কে টাঙ্গাইল জেলার জায়গির হিসেবে নিযুক্ত করেছিলেন। পরে আদম কাশ্মীরি (র.) এ অঞ্চলে বসবাস শুরু করেন। এলাকাটি দান সূত্রে পাওয়ায় অঞ্চলের নাম হয়েছে আতিয়া। সেই থেকে মসজিদটির নাম হয়েছে আতিয়া জামে মসজিদ।

মসজিদটিতে সুলতানি ও মোগল দুই রকম স্থাপত্য–বৈশিষ্ট্যেরই সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সুলতানি আমলের নিদর্শন হচ্ছে মিহরাব। কিবলা দক্ষিণ এশীয়দের জন্য পশ্চিমে। আর আরেকটি বৈশিষ্ট্য চার কোনা খিলান। 

টেরাকোটার ইটে তৈরি এ মসজিদের কিবলার দিকের দেওয়ালে তিনটি অলঙ্কিত মিহরাব রয়েছে। মসজিদের চার কোণে অষ্টকোণাকৃতি মিনার রয়েছে।

উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—চারটি দিক দিয়েই এ মসজিদের ভেতরে ঢোকা যায়। 

কীভাবে যাওয়া যায়: টাঙ্গাইল সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে মসজিদটির অবস্থান। টাঙ্গাইল শহর থেকে সিএনজি বা অন্যান্য যানবাহনে আতিয়া মসজিদ যাওয়া যায়।