মসনবির গল্প

ভারতের কথা বলা তোতা পাখি

মাওলানা রুমির মসনবি কাব্যগ্রন্থে এক পারস্য ব্যবসায়ী ও তাঁর তোতা পাখির গল্প আছে।

পারস্যের সেই ব্যবসায়ীর তোতা পাখিটি দেখতে খুব সুন্দর ছিল। সুন্দর করে কথাও বলতে পারত। একবার তিনি ভাবলেন যে ব্যবসার কাজে তিনি ভারত ভ্রমণ করবেন। এ সিদ্ধান্ত নিয়ে তিনি তাঁর বাড়ির সবার কাছে ভারত ভ্রমণের কথা বলে কার কী প্রয়োজন, তা জানতে চাইলেন। সবাই যার যার চাহিদার কথা জানাল।

এবার ব্যবসায়ী তোতা পাখির কাছে গিয়ে প্রশ্ন করলেন, ‘ও তোতা পাখি, আমি তো ব্যবসায়িক কাজে ভারতে যাব, তোমার জন্য সেখান থেকে কী আনব?’ ব্যবসায়ীর এমন কথায় তোতা মিষ্টি হাসি দিয়ে বলল, ‘আমার জন্য ভারত থেকে কিছুই আনতে হবে না। আপনি ভারত গিয়ে যদি আমার মতো কোনো তোতা পাখি দেখতে পান, তাহলে তাদের আমার শুভেচ্ছা জানিয়ে বলবেন, আমার কাছে এমন সুন্দর একটি তোতা পাখি আছে। সে বিপদে পড়ে খাঁচায় বন্দিজীবন যাপন করছে। তার কোনো মুক্তির উপায় জানা থাকলে আমাকে বলে দাও। সে তোমাদের বিচ্ছেদ–বেদনায় অসুস্থ হয়ে আছে।’

সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসায়ী ভারতে গেলেন।

ভারতে ব্যবসা-বাণিজ্য শেষ করে পরিবারের সবার জন্য কেনাকাটা করে ফেরার সময় পথে তিনি পোষা তোতা পাখি সাক্ষাৎ পেলেন। কাছে গিয়ে বললেন, ‘হে তোতা পাখির দল, আমার বাসায় একটি তোতা পাখি রয়েছে; দেখতে তোমাদেরই মতো। সে তোমাদের জন্য একটি বার্তা পাঠিয়েছে।’ এই কথা বলে ব্যবসায়ীটি তোতা পাখির বলা কথাগুলো তাদের বলতে লাগলেন।

তাঁর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব তোতা পাখি সেখান থেকে উড়ে গেল, শুধু একটি তোতা বুকফাটা আর্তনাদ করে মুহূর্তেই মরে মাটিতে পড়ে গেল। তোতা পাখির এ অবস্থা দেখে ব্যবসায়ী হতবিহ্বল হয়ে মনে মনে অনুশোচনা করে ভাবতে লাগলেন, তাঁর পালিত তোতা পাখির বার্তাটি এভাবে বলা ঠিক হয়নি।

বাড়ি ফেরার পর ব্যবসায়ী সবার উপহার বিতরণ করার সময় তোতা পাখিটি ব্যবসায়ীকে তাঁর স্বজাতির খবর জিজ্ঞেস করল। ব্যবসায়ী দুঃখজনক মৃত্যুর খবরটি তাকে দিল। ব্যবসায়ীর মুখে মৃত্যুসংবাদটি শুনে সে নিজেও দুঃখ পেয়ে মারা গেল।

তোতার মৃত্যুতে ব্যবসায়ী মুষড়ে পড়লেন। কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন, কেন আমি তাকে এ খবর দিতে গেলাম। ব্যবসায়ীটি মৃত তোতা পাখিটিকে খাঁচার বাইরে ফেলে দিয়ে এলেন। বাইরে ফেলার সঙ্গে সঙ্গে পাখিটি উড়াল দিয়ে গাছের ডালে গিয়ে বসল। পাখির এ আচরণে ব্যবসায়ী তো হতবাক।

অনেক কাতর স্বরে কাকুতি–মিনতি করেও তোতা পাখিটিকে তিনি আর খাঁচায় পুরতে পারলেন না। তোতাটিকে তখন জিজ্ঞেস করলেন, ‘তোমার স্বজাতি পাখি তোমাকে কী এমন বার্তা দিল যে তুমি মৃত্যুর ভান করে পড়ে গেলে?’

জবাবে তোতা বলল, ‘আমার স্বজাতি তোতা পাখিটি এই বার্তা দিয়েছে যে তুমি এই বিপদ থেকে মুক্তি চাইলে কথাবার্তা গান সুর সব ছেড়ে দাও। আমার মতো সবকিছু ছেড়ে মৃত্যুর ভান করতে পারলে তুমি মুক্তি পাবে।’

পাখির চালাকির কথা শুনে ব্যবসায়ী সন্তুষ্ট মনে তোতা পাখিটিকে বিদায় জানালেন।

ড. মোহাম্মদ আবুল বাশার: লেখক