বিশ্বে ইসলামের শান্তিপূর্ণ প্রসার

ইসলাম ধর্মের প্রচার ও বিস্তার নিয়ে পাশ্চাত্য জগতে বিগত কয়েক শতাব্দী ধরে উৎসাহ প্রবল। কীভাবে মরুময় আরবের ছোট্ট একটি স্থান থেকে একজন মানুষের দুই দশকের সাধনা ও প্রয়াসে ইসলাম অবিশ্বাস্য দ্রুততার সাথে বিশ্বের বিভিন্ন প্রা্ন্তে ছড়িয়ে পড়ল—তা বহু পণ্ডিত, গবেষক ও ইতিহাসবিদের চিন্তার খোরাক হয়েছে। এর ফলে তাঁরা বেশ কিছু বই লিখেছেন। প্রাচ্যবিদ ও ইতিহাসবেত্তা টমাস ওয়াকার আরনল্ডের লেখা দ্য স্প্রেড অব ইসলাম ইন দ্য ওয়ার্ল্ডআ হিস্টরি অব পিসফুল মুভমেন্ট অন্যতম। ১৮৯৬ সালে প্রথম লন্ডন থেকে বইটি প্রকাশিত হয়। এরপর বিভিন্ন সময় এটি ছাপা হয়েছে।

প্রফেসর আরনল্ড বইটিতে বিভিন্ন ঐতিহাসিক তথ্য-উপাত্ত ও দলিলপ্রমাণ সহযোগে দেখাতে চেয়েছেন যে বিশ্বের বহু স্থানে ইসলামের প্রচার ঘটেছে শান্তিপূর্ণভাবে। তিনি বলছেন, প্রথমে আরবদের ও তারপর ইসলাম গ্রহণকারী তুর্কি ও পারসিকদের মাধ্যমে মুসলমানদের ভৌগলিক সাম্রাজ্য বিস্তার ইসলামের প্রসারে যথেষ্ট ভূমিকা রেখেছে।

কিন্তু এর চেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে ‘আধ্যাত্মিক বিস্তার।’ মুসলিম মিশনারি বা ধর্মপ্রচারকরা নিরন্তরভাবে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন যা এই ধর্মকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে আকৃষ্ট করেছে।

প্রধানত তরবারির জোরে বা বলপ্রয়োগের মাধ্যমে ইসলামের প্রচার ঘটেছে বলে পাশ্চাত্য জগতে যে ধারণা ও প্রচারণা আছে, আরনল্ড তা নাকচ করে দিয়েছেন। তিনি বরং বিভিন্ন স্থানে ইসলামের আগমনের পূর্বাপর বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অনেক ক্ষেত্রে যুদ্ধ বা আক্রমণ অনিবারয ছিল। কিন্তু মুসলমানরা বিজয় লাভ করার পর খুব কমক্ষেত্রেই বিজেতাদেরকে বাধ্য করছে ইসলাম গ্রহণে। বরং অনেক স্বেচ্ছায় আর অনেকে ইসলামের মর্মবাণীতে মুগ্ধ হয়ে নতুন ধর্ম নিয়েছে। আর যারা আগের ধর্মে বহাল থেকেছে, তাদের ধর্ম চর্চায় সাধারণত বিজয়ীরা বা নতুন শাসকরা তেমন কোনো বাধা তৈরি করেনি।

সূচনা ও উপসংহারসহ মোট তেরটি অধ্যায়ে বিভক্ত বইটির কাহিনী ‍শুরু হয়েছে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং মক্কা ও মদীনায় ইসলামের গোড়াপত্তন দিয়ে। এরপরের অধ্যায়গুলোতে যথাক্রমে খ্রিস্টান অধ্যুষিত পশ্চিম এশিয়ায়, আফ্রিকা ও স্পেনের ভূখন্ডে ইসলামের বিস্তার; তুর্কিদের অধীনে খ্রিস্টান ইউরোপের ইসলামের প্রচার; পারস্য ও মধ্য এশিয়ায় ইসলামের জয়যাত্রা; মঙ্গোল ও তাতারদে মধ্যে ইসলাম প্রচার; ভারতবর্ষে ইসলামের প্রসার; চীনে ইসলাম; আফ্রিকায় ইসলাম; এবং মালয় দ্বীপপুঞ্জে ইসলামের আগমন নিয়ে আলোকপাত করা হয়েছে। ১৮৯৬ সালে বইটি প্রথম প্রকাশের সময় পৃথিবীতে ২০ কোটি মুসলমান ছিল।

আরনল্ড বইয়ের তথ্যসূত্র হিসেবে আরবি, ফারসি, ফরাসি, ইংরেজি, জার্মান ও ডাচসক বিভিন্ন ভাষার দলিলদি ব্যবহার করেছেন। ইসলামের বিস্তার সম্পর্কে নির্মোহভাবে জানতে আগ্রহীদের জন্যতো বটেই, ইসলাম নিয়ে অধ্যায়নকারী ও গবেষণাকারীদের জন্য এটি এক অনন্য বই।

দ্য স্প্রেড অব ইসলাম ইন দ্য ওয়ার্ল্ডআ হিস্টরি অব পিসফুল মুভমেন্ট, টমাস আরনল্ড, গুডরিড বুকস, নয়াদিল্লি, ২০০৮