হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এই হাদিসের বর্ণনা আছে।
তিনি বর্ণনা করেছেন যে নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব দুর্ভোগ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুর্ভোগগুলোর কোনো একটি দূর করে দেবেন। আর যে কোনো ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির (দায়) সহজ করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার (দায়) সহজ করবেন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার মুসলমান ভাইকে সহযোগিতা করতে থাকে, আল্লাহও তার সাহায্য করতে থাকেন।
যে ব্যক্তি এমন পথে চলে, যাতে সে বিদ্যা অর্জন করে, তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। আর যখন কোনো একটি দল আল্লাহর ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব পড়ে এবং আপসে তা অধ্যয়ন করে, তখন তাদের ওপর প্রশান্তি ঝরে পড়ে, তাদের (আল্লাহর) রহমত আচ্ছাদিত করে, ফেরেশতারা তাদের বেষ্টন করে এবং আল্লাহ তাঁর কাছের ফেরেশতাদের সঙ্গে তাদের নিয়ে আলোচনা করেন। আর যাকে তার আমল বিপরীত পথগামী করেছে (অর্থাৎ নেকির কাজ করেনি), তার বংশ তাকে অগ্রগামী করতে পারবে না।
মুসলিম, হাদিস: ৭,০২৮