তারাবিতে আজ

তৃতীয় তারাবি

তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা আল ইমরান, আয়াত: ৯২–২০০

 এ অংশের বিষয়বস্তু:

কোন ধরনের ব্যয়ে পুণ্য আছে।

ইহুদিদের অনুসরণ না করতে বিশ্বাসীদের প্রতি উপদেশ ।

বিশ্বাসীদের দায়িত্ব ও কর্তব্য।

অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসীদের আচরণ।

বদর যুদ্ধে আল্লাহর সাহায্য।

সুদে নিষেধাজ্ঞা।

বিশ্বাসীদের আয়ত্ত করার মতো সেরা গুণাবলি।

উহুদ যুদ্ধের পর্যালোচনা।

আকাশ ও পৃথিবীর প্রকৃতি ভাবার আহ্বান। বিশ্বাসীদের বৈশিষ্ট্য। বিশ্বাসীদের সাফল্যের পথ।

সুরা আন নিসা,আয়াত: ১-৮৭

 এ অংশের বিষয়বস্তু:

মানুষের সূচনা ও বিস্তার। রক্ত সম্পর্কের অধিকার।

পিতৃহীনদের ধনসম্পদ তত্ত্বাবধানের নির্দেশাবলি ।

কতজন স্ত্রী?

ওয়ারিশের বিধান। ওয়ারিশ আইন না মানার পরিণতি।

স্ত্রী ব্যভিচারের শাস্তি। ভুলের জন্য তওবার নিয়ম ।

স্ত্রী গ্রহণ ও বর্জনের বিধান।

কাদের বিয়ে করা নিষেধ? বিয়ের পন্থা।

বিশ্বাসীদের প্রতি নির্দেশাবলি ।

নারীর প্রতি পুরুষের কর্তব্য।

বিশ্বাসীদের কর্তব্য।

নামাজের জন্য পবিত্রতা অর্জনের উপায়।

ইহুদিদের সীমালঙ্ঘন।

বিশ্বাসীদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা।

মুনাফেকির আচরণ। বিশ্বাসীদের প্রতি উপদেশ।