মসজিদুল হারাম, মক্কা
মসজিদুল হারাম, মক্কা

এ বছর হজে যাচ্ছেন ...

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর ন্যূনতম খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

যাঁরা প্রাক্-নিবন্ধন করেছেন এবং এ বছর হজ পালনের জন্য নির্বাচিত হয়েছেন, শুধু তাঁরাই নিবন্ধন করতে পারবেন। ২২ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর প্যাকেজে ঘোষিত সব টাকা পরিশোধ করতে হবে। ৬ ফেব্রুয়ারি বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। প্যাকেজের পুরো টাকা ১৫ মার্চের মধ্যে জমা দিতে হবে। হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে হজযাত্রীদের টাকা পরিশোধের রসিদ সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই মধ্যস্বত্বভোগীদের সঙ্গে লেনদেন করা যাবে না। হজযাত্রী নারী ও শিশু থাকলে মাহরামসহ একসঙ্গে টাকা জমা দিতে হবে। এবার ৬৫ বা এর বেশি বয়সী ব্যক্তিরা হজে যেতে পারবেন।

এখন করণীয়

প্যাকেজের সুবিধা-অসুবিধা ভালোভাবে বুঝে নিতে হবে। যাঁদের পাসপোর্ট আগে থেকে করা আছে, তাঁদের জন্য পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। পাসপোর্ট করা না থাকলে এখনই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে পাসপোর্ট করতে হবে। সম্ভব হলে নিজের পাসপোর্ট নিজে করান। কাউকে দিয়ে করালেও আপনার নাম-ঠিকানা পাসপোর্টে ঠিক আছে কি না, যাচাই করে নিন।

সৌদি আরবের টিভি চ্যানেলে ২৪ ঘণ্টা মসজিদে নববি ও কাবা শরিফে তাওয়াফ সম্প্রচার করে, সম্ভব হলে ওই সব চ্যানেল দেখলে আগে থেকে ওমরাহ, তাওয়াফ, মসজিদের ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

ছাপানো অথবা ইন্টারনেটে মক্কা, মদিনা, মিনা, আরাফাতের মানচিত্র পাওয়া যায়। সম্ভব হলে মানচিত্র দেখুন, তাহলে ওখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি সম্পর্কে একটা ধারণা পাবেন।

হজসংক্রান্ত নিয়মকানুন জানুন। প্রয়োজনে যাঁরা হজে গেছেন, তাঁদের সঙ্গে আলোচনা করুন।

প্রয়োজনীয় বই-পুস্তক, হজ গাইড সংগ্রহ করে পড়ুন। www.prothomalo.com/hajj ওয়েবসাইটে হজের খবর সারা বছর পাওয়া যায়। ১৪ বছর ধরে প্রথম আলো হজযাত্রীদের সহায়ক হজ গাইড প্রকাশ করে বিনা মূল্যে বিতরণ করছে। এটি প্রথম আলোর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারেন।

হজ গাইড পাবেন : www.prothomalo.com/widgets/hajj-guide/hajj_guide.pdf