হজরত আবু হুরায়রাহ (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।
তিনি বলেন, নবী (সা.) বলেছেন, আমি আর আমার আগের নবীদের অবস্থা অনেকটা এমন: যেন কোনো এক লোক একটা ঘর বানাল; ঘরটি সুশোভিত ও সুসজ্জিত করল, অথচ একপাশে একটা ইটের জায়গা খালি থেকে গেল। লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগল, ওই ফাঁকা জায়গার ইটটা লাগানো হলো না কেন?
নবী (সা.) বলেন, আমিই সে ইট। আমিই সর্বশেষ নবী।
সহিহ্ বুখারি, হাদিস: ৩,৫৩৫