বজরা শাহী মসজিদ
বজরা শাহী মসজিদ

বজরা শাহী মসজিদ

বজরা শাহী মসজিদের অবস্থান নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় বজরা ইউনিয়নে। ইতিহাস বলে, ১৭৪১-৪২ সালে জমিদার আমানুল্লাহ ৩০ একরের একটি জমিতে এক বিশাল দীঘি খনন করে তার পাশে এই আকর্ষণীয় মসজিদটি গড়ে তোলেন। দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণে আদল দেওয়া হয়।

বজরা শাহী মসজিদ

মসজিদের গম্বুজ তিনটি। সেগুলো মার্বেল পাথরের তৈরি। মসজিদে প্রবেশের জন্য ধনুকাকৃতির একটি দরজা এবং কেবলার দিকে কারুকার্য খচিত মিহরাব রয়েছে। লোকমুখে প্রচলিত আছে, বজরা শাহী মসজিদে মানত করলে ফল পাওয়া যায়। তাই দূর-দূরান্ত থেকে মানত করার জন্য মানুষ বজরা শাহী মসজিদে আসেন।

বজরা শাহী মসজিদ
বজরা শাহী মসজিদ

কীভাবে যাওয়া যায়

নোয়াখালীর মাইজদী শহর থেকে বজরা মসজিদের দূরত্ব ১৫ কিলোমিটার। সোনাইমুড়ীগামী লোকাল বাস, সিএনজি অথবা অটোরিক্সায় বজরা শাহী মসজিদে যাওয়া যায়।

বজরা শাহী মসজিদ