প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অসতীকে ক্ষমা

হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। তিনি নবী (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন।

একবার এক অসতী নারীকে ক্ষমা করে দেওয়া হয়েছিল।

সেই নারী একবার একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পেলেন কুকুরটা একটি কুয়ার পাশে বসে হাঁপাচ্ছে। পিপাসায় কুকুরটা মুমূর্ষু হয়ে পড়ছিল।

নারীটি তার মোজা খুলে ওড়নার সঙ্গে বাঁধলেন। তারপর কুয়া থেকে পানি তুলে কুকুরটিকে খাওয়ালেন।

 এই কারণে তাঁকে ক্ষমা করে দেওয়া হয়েছিল।

 সহিহ বুখারি, হাদিস: ৩৩২১