সুন্দর বিচার

আল্লাহর নবী দাউদ (আ.)-এর আমলে বিস্ময়কর এক বিচারের ঘটনা ঘটেছিল। ঘটনাটি শুনিয়েছেন প্রিয় নবীজি (সা.) নিজে। নবীজি (সা.)–এর কাছ থেকে শুনে আনাস (রা.) সেই ঘটনাটি উম্মতদের জানিয়েছেন।

দুজন নারীর সঙ্গে ছিল ফুটফুটে দুটি সন্তান। একদিন একটি নেকড়ে এসে তাদের একজনের সন্তানকে নিয়ে গেল। তখন এক নারী বলল, ‘তোমার সন্তানকে নেকড়ে নিয়ে গেছে।’ আরেক নারী বলল, ‘না, তোমার সন্তানকে নিয়ে গেছে।’ তারা বিবাদে জড়িয়ে গেল।

বিবাদ মীমাংসার জন্য তারা গেল হজরত দাউদ (আ.)–এর কাছে। তিনি দুজনের মধ্যবয়সী নারীর পক্ষে ফয়সালা করে বললেন, সন্তানটিকে তুমি নিয়ে যাও। এরপর তারা উভয়ে বিচারালয় থেকে বেরিয়ে এল।

তারপর দাউদ নবীর ছেলে সুলায়মান (আ.)–এর কাছ দিয়ে যাওয়ার সময় ঘটনা শোনালেন। তিনি বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, আমি সন্তানটি কেটে উভয়ের মধ্যে সমান ভাগ করে দেব।

কম বয়সী নারীটি তখন বলল, না, এমনটি করবেন না। আল্লাহ আপনার প্রতি রহম করুন। আমি নির্দ্বিধায় মেনে নিলাম সন্তানটি ওই নারীই।

সুলায়মান (আ.) তখন কম বয়সী নারীটির পক্ষে ফয়সালা করে বললেন, সন্তানটি আসলে তোমারই। তুমিই নিয়ে যাও। (মুসলিম, হাদিস: ১,৭২০)